Home> দেশ
Advertisement

মহারাষ্ট্রে জলপ্রপাতের মধ্যে আটকে বহু প‌র্যটক, মৃত ১, উদ্ধারকা‌র্যে নামল নৌ সেনা

নভি মুম্বইয়ের ভাসির কাছাকাছি চিনচোটি জলপ্রপাত রাজ্যের একটি জনপ্রিয় পিকনিক স্পট। সেখনেই শুক্রবার জড়ো হয়েছিলেন কয়েকশো প‌র্যটক

মহারাষ্ট্রে জলপ্রপাতের মধ্যে আটকে বহু প‌র্যটক, মৃত ১, উদ্ধারকা‌র্যে নামল নৌ সেনা

নিজস্ব প্রতিবেদন: জলপ্রপাত দেখতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা। প্রবল বষর্ণে ফলে জলপ্রপাতের মধ্যে আটকে পড়ল শতাধিক পর্যটকরা। মৃত্যু হয়েছে একজনের। মহারাষ্ট্রের পালঘর জেলার তুঙ্গারেশ্বর জঙ্গলের ঘটনা।
আরও পড়ুন-আপনার হারানো সামগ্রী খুঁজে দেবে কলকাতা পুলিসের অনলাইন 'বন্ধু'
নভি মুম্বইয়ের ভাসির কাছাকাছি চিনচোটি জলপ্রপাত রাজ্যের একটি জনপ্রিয় পিকনিক স্পট। সেখনেই শুক্রবার জড়ো হয়েছিলেন কয়েকশো প‌র্যটক। এদিকে শনিবার থেকেই এলাকায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। ওই বর্ষণে জলপ্রপাতের জল ফুঁসে ওঠে। চারদিক থেকে জল এসে ঘিরে ধরে প‌র্যটকদের। কয়েকশো প‌র্যটক আশ্রয় নেন জলপ্রপাতের মধ্যে একটি পাথরের ওপরে। অন্যেরা আশ্রয় নেন একটি গাছের নীচে।
আরও পড়ুন-ফেসবুকে প্রোফাইল পিকচার বদলে ঋতকে স্বাগত তৃণমূল যুবনেতার
আটক প‌র্যটকদের উদ্ধার করতে নামানো হয় নৌসেনার একটি কপ্টার। ইতিমধ্যে ১০০ প‌র্যটককে উদ্ধার করা হয়েছে। এখনও আটকে রয়েছেন ১২ জন। তাদের উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপ‌র্যয় মোকাবিলা দফতর। সঙ্গে রয়েছে দমকল ও পুলিস। এছাড়াও জাতীয় বিপ‌র্যয় মোকাবিলা দফতরের ৫  ব্যাটালিয়ন কর্মীকে আন্ধেরিতে তৈরি রাখা হয়েছে।

 

Read More