Home> দেশ
Advertisement

Presidential Election: রাষ্ট্রপতি পদে প্রার্থী যশবন্ত সিনহা, ঘোষণা বিরোধীদের

১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। বিরোধীদের তরফে প্রার্থী হিসেবে যশোবন্ত সিনহার নাম ঘোষণা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

Presidential Election: রাষ্ট্রপতি পদে প্রার্থী যশবন্ত সিনহা, ঘোষণা বিরোধীদের

জ্যোতির্ময় কর্মকার: যাবতীয় জল্পনার অবসান। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী যশবন্ত সিনহাই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রার্থীপদে সিলমোহর দিল বিরোধীরা।  ২৭ জুন মনোনয়ন পেশ করবেন যশবন্ত। 'বিরোধী প্রার্থীকে সমর্থন AAP ও TRS-র', সাংবাদিক বৈঠকে দাবি শরদ পওয়ারের।

৫ বছর পার। ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? ১৮ জুলাই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানিয়েছেন, ভোটপ্রক্রিয়ায় কোনও প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হবে না। একমাত্র পচনশীল জৈব সামগ্রীই ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: Maharashtra Political Crisis: উদ্ধব ঠাকরের হার্ট বিট বাড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী, কে এই একনাথ শিন্ডে

রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোট বেঁধেছে বিরোধীরা। ১৫ মে, বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিলেন কংগ্রেস-সহ ১৮ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্রেফ ঐকমতের ভিত্তিতে প্রার্থীর দেওয়ার সিদ্ধান্তই নয়, সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পওয়ারের নাম প্রস্তাব করা হয়। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী হতে রাজি হননি তিনি। এমনকী, বিরোধী প্রার্থী হিসেবে ফারুখ আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধীও রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে অস্বীকার করেন।

আরও পড়ুন: Agnipath Scheme: মোদীর উপরে ভরসা রাখুন, অগ্নিপথ বাতিল করার কোনও প্রশ্নই নেই: দোভাল

তাহলে বিরোধীদের প্রার্থী কে হবেন? তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহার নাম শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত ঐকমতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নিল বিরোধীরা। এদিন দিল্লিতে দ্বিতীয় দফায় বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করলেন কংগ্রেস নেতা।

এর আগে, আবার টুইট করে তৃণমূল 'ছাড়ার' ইচ্ছে প্রকাশ করেছিলেন যশবন্ত সিনহা।

 

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে এখনও প্রার্থীর নাম চূড়ান্ত করতে পারেনি। তবে,  ১৫ মে দিল্লিতে বিরোধীদের বৈঠকের আগে রাজনাথ সিং, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে 'রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে পরামর্শ' চেয়েছিলেন বলে সূত্রের খবর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More