Home> দেশ
Advertisement

মানালির ভিড়ের ছবি কোভিডকালের নয়! ভাইরাল 'ভুয়ো' ছবির পর্দাফাঁস

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের একাধিক পর্যটন স্থানে উপচে পড়া ভিড়। 

মানালির ভিড়ের ছবি কোভিডকালের নয়! ভাইরাল 'ভুয়ো' ছবির পর্দাফাঁস

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের একাধিক পর্যটন স্থানে উপচে পড়া ভিড়। এর মধ্যে মানালির একটি ছবি ভাইরালও হয়৷ যা নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্র এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু ভাইরাল সেই ছবি আদতে ভুয়ো এমনটাই প্রকাশ্যে এল এবার৷ 

একটি ছবিতে দেখা যাচ্ছে মানালির বাজারের দৃশ্য, যেখানে মাস্ক পরিহিত নন অনেকেই, নেই সামাজিক দূরত্ব বিধি, রীতিমতো জনস্রোত। ফ্যাক্ট চেকে দেখা গিয়েছে এই ছবি ৬ মাস আগের পুরোনো। ২০২০ এর ৩১ ডিসেম্বরে এই ছবিটি তোলা হয়েছিল। নতুন বছরকে স্বাগত জানাতেই ভিড় জমেছিল সেখানে৷ 

অথচ এই ছবি নিয়ে চিন্তা বৃদ্ধি হয়েছিল দেশে৷ সম্প্রতি দেশবাসীকে সাবধান করেছিলেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছিলেন, ‘পর্যটনস্থলে ভিড় চিন্তার বিষয়। আমাদের তৃতীয় ঢেউ রুখতে একসঙ্গে কাজ করতে হবে। বুঝতে পারছি অতিমারীর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন এবং ব্যবসা। কিন্তু মাস্ক ছাড়া হিল স্টেশন এবং বাজারে জমায়েত মোটেও ঠিক নয়।' 

আরও পড়ুন, COVID third wave আবহাওয়ার পূর্বাভাস নয়, তা অবশ্যম্ভাবী! সতর্ক করল কেন্দ্র

এদিকে মানালির যে ছবি প্রকাশ্যে এসেছে তা প্রথম পোস্ট করেছিলেন ব্রিটেন ভিত্তিক একটি সংস্থার প্রধান অমরপ্রীত সিং৷ পুলিস অফিসার অরুণ বোথরাও সেই একই ছবি শেয়ার করেছিলেন। 

সম্প্রতি দেখা যায় যে ২৪ জানুয়ারি ২০২১ এ ফেসবুকে এই ছবিটি পোস্ট করে "Himachali Boys & Girls" নামক একটি পেজ৷ সেই পোস্ট অনুসারে ছবিটি তুলেছিল AmigosBlink। বর্তমানে AmigosBlink নিশ্চিত করেছে ছবিটি ডিসেম্বরের ৩১ তারিখ তোলা হয়েছিল। সেই সময় দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েনি ভারতে৷ আনলকে স্বাভাবিকে ফিরেছিল জনজীবন।

Read More