Home> দেশ
Advertisement

Covid 19: ১২ শতাংশ কমল সংক্রমণের হার, দেশে নতুন করে আক্রান্ত ২.৫১ লক্ষ

ভারতে টিকাকরণ হয়েছে ১৬৪.৪ কোটি

Covid 19: ১২ শতাংশ কমল সংক্রমণের হার, দেশে নতুন করে আক্রান্ত ২.৫১ লক্ষ
Updated: Jan 29, 2022, 07:03 AM IST

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ভারতে মোট ২,৫১,২০৯ টি নতুন COVID-19 সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এরফলে দেশের মোট সংক্রমণের সংখ্যা বর্তমানে ৪ কোটি ৬ লক্ষ পার হল। রিপোর্ট করা নতুন সংক্রমণের সংখ্যা গতকালের দৈনিক ২.৮৬ লক্ষ ঘটনার তুলনায় ১২ শতাংশ কম। কোভিডের ফলে দেশ নতুন করে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে কোভিড-সম্পর্কিত মৃত্যুর মোট সংখ্যা হল ৪,৯২,৩২৭।

আরও পড়ুন: সমীক্ষায় বলছে দেশের সবথেকে ধনী পার্টি BJP! তারপরের নামটা শুনলে চমকে যাবেন

আরও পড়ুন: Goa Assembly Elections 2022: বিজেপির অন্দরে কোন্দল, ৪ আসনে নির্দল প্রার্থী 'বিদ্রোহী' বিজেপি

দেশে বর্তমানে ২১ লক্ষ সক্রিয় সংক্রমণের ঘটনা রয়েছে। সক্রিয় কেসগুলি এখন মোট সংক্রমণের ৫০১৮ শতাংশ। জাতীয় ক্ষেত্রে COVID-19 সংক্রমণের হাত থেকে রিকভারির হার সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩.৬ শতাংশ। দৈনিক পজিটিভ সংক্রমণের হার ১৯.৫৯ শতাংশ থেকে কমে হয়েছে ১৫.৮৮ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার হয়েছে ১৭.৪৭ শতাংশ।

ভারতের COVID-19 টিকাকরণ হয়েছে ১৬৪.৪ কোটি। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮৯.১ কোটি মানুষকে এবং ৬৯.৯ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App