Home> দেশ
Advertisement

Trending on FB: এখন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাওয়া যাবে রেলের টিকিট

এখন থেকে আপনি ট্রেনের টিকিট অন লাইন বুক করতে পারেন, ক্যাশ অন ডেলিভারি-তে টিকিটের দাম দেবেন। অর্থৎ আপনি টিকিট বুক করবেন অন লাইনে, টিকিট পৌঁছে যাবে আপনার বাড়িতে। তখনই আপনি দাম মেটাবেন।

Trending on FB: এখন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাওয়া যাবে রেলের টিকিট

নয়াদিল্লি: এখন থেকে আপনি ট্রেনের টিকিট অন লাইন বুক করতে পারেন, ক্যাশ অন ডেলিভারি-তে টিকিটের দাম দেবেন। অর্থৎ আপনি টিকিট বুক করবেন অন লাইনে, টিকিট পৌঁছে যাবে আপনার বাড়িতে। তখনই আপনি দাম মেটাবেন।

CoD-সুবিধা চালু করার কারণ, IRCTC চাইছে ক্রেডিট ও ডেবিট কার্ডের সাহায্যে যারা ঈ-টিকিট বুক করেন তাঁদের আরও সুব্যবস্থা করে দেওয়া। এমনকী যারা নেট-ব্যাঙ্কিংয় করতে পারেন না, তাঁরাও এই সুবিধা পাবে IRCTC জানিয়েছে।

এই প্রকল্পে যুক্ত এক IRCTC আধিকারিক জানিয়েছেন, "" অনলাইনে টিকিট বুক করবেন,  টাকা দেবেন তাঁর বাড়িতে টিকিট পৌঁছনোর পর।''  

 

Read More