Home> দেশ
Advertisement

সোমবার থেকে রাজস্থানে Night Curfew, ভারত জুড়েই কপালে ভাঁজ ফেলছে Corona-র ঢেউ

শেষ ২৪ ঘণ্টায় ভারতে ৪৩,৮৪৬ টি করোনার নতুন কেস নথিভুক্ত হয়েছে।

সোমবার থেকে রাজস্থানে Night Curfew, ভারত জুড়েই কপালে ভাঁজ ফেলছে Corona-র ঢেউ

নিজস্ব প্রতিবেদন: কোভিডের থাবা ক্রমশ বড় হচ্ছে ভারতে। ভারতের বিভিন্ন রাজ্য়ে ধীরে ধীরে কোভিড সংক্রমণ বাড়ছে। মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, গোয়া ইত্যাদি কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতি বেশ সঙ্কটজনক হয়ে উঠছে। 

রাজস্থান (Rajasthan) সরকার সে রাজ্যের আটটি শহরে সোমবার থেকে নৈশ কার্ফু (night curfew) চালু করতে চলেছে। ২৫ মার্চ থেকেই সে রাজ্যে প্রবেশকারীদের জন্য  কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট (negative COVID-19 reports) বাধ্যতামূলক হতে চলেছে। Rajasthan government জানিয়েছে, আপাতত night curfew চালু হতে চলেছে Ajmer, Bhilwara, Jaipur, Jodhpur, Kota, Udaipur, Sagwada (Dungarpur) and Kushalgarh (Banswara)। রাত ১১টা তেকে ভোর ৫টা পর্যন্ত চলবে এই কার্ফু।

আরও পড়ুন: গায়ত্রী ও প্রাণায়ামে Corona থেকে আরোগ্য? AIIMS-য়ে চলছে গবেষণা

মহারাষ্ট্রের (Maharashtra) করোনা-পরিস্থিতি তো বেশ কিছু দিন ধরেই বেশ খারাপ। সে রাজ্যের অবস্থা অত্যন্ত সঙ্গিন। সেখানেও চলছে কড়াকড়ি। কর্নাটকের (karnataka) করোনা-পরিস্থিতও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চিন্তা বাড়াচ্ছে গোয়াও (goa)।

শনিবার রাত ৮টা পর্যন্ত পাওয়া খবরে শেষ ২৪ ঘণ্টায় ভারতে (India) ৪৩,৮৪৬ টি করোনার নতুন কেস নথিভুক্ত হয়েছে। এর জেরে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১.১৫ কোটি। ২৫ নভেম্বরের পর থেকে একদিনে এতগুলি সংক্রমণের ঘটনা আর ঘটেনি। ফলে নতুন করে চোখ-রাঙানো করোনা-পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশ। 

আরও পড়ুন: 'ভয়াবহ পরিস্থিতি, একটাই অপশন Lockdown': উদ্ধব ঠাকরে

Read More