Home> দেশ
Advertisement

৩৭৭ ধারা অবলুপ্তির কথা বলিনি: কেন্দ্রীয় আইন মন্ত্রী, সমকামিতা জেনেটিক ডিসঅর্ডার: সুব্রহ্মনম স্বামী

সরকার নাকি ভারতীয় পিনাল কোডের ৩৭৭ ধারার অবলুপ্তির কথা ভাবছে! গতকাল প্রকাশিত একটি খবর অনুযায়ী এমন মন্তব্যই নাকি করে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়া। 'অপ্রাকৃত যৌন সম্পর্ক' সম্পর্কিত ভারতীয় দণ্ড বিধিতে যে বহু বিতর্কিত বৈষম্য মূলক ধারাটি আছে তা নিয়ে বিতর্ক বহুদিনের। সদানন্দ গৌড়ার খবরটি প্রকাশ হওয়ার পর কিছুটা আশ্বস্ত হয়ে ছিলেন এ দেশের এলজিবিটি অধিকার রক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত মানুষরা। কিন্তু, সমস্ত আশায় জল ঢেলে মঙ্গল বার আইনমন্ত্রী জানিয়ে দিলেন এই ধরণের কোনও মন্তব্যই তিনি করেননি। তাঁর বক্তব্যের অপব্যাখা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

৩৭৭ ধারা অবলুপ্তির কথা বলিনি: কেন্দ্রীয় আইন মন্ত্রী, সমকামিতা জেনেটিক ডিসঅর্ডার: সুব্রহ্মনম স্বামী

ওয়েব ডেস্ক: সরকার নাকি ভারতীয় পিনাল কোডের ৩৭৭ ধারার অবলুপ্তির কথা ভাবছে! গতকাল প্রকাশিত একটি খবর অনুযায়ী এমন মন্তব্যই নাকি করে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়া। 'অপ্রাকৃত যৌন সম্পর্ক' সম্পর্কিত ভারতীয় দণ্ড বিধিতে যে বহু বিতর্কিত বৈষম্য মূলক ধারাটি আছে তা নিয়ে বিতর্ক বহুদিনের। সদানন্দ গৌড়ার খবরটি প্রকাশ হওয়ার পর কিছুটা আশ্বস্ত হয়ে ছিলেন এ দেশের এলজিবিটি অধিকার রক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত মানুষরা। কিন্তু, সমস্ত আশায় জল ঢেলে মঙ্গল বার আইনমন্ত্রী জানিয়ে দিলেন এই ধরণের কোনও মন্তব্যই তিনি করেননি। তাঁর বক্তব্যের অপব্যাখা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আজ আরও একবার ৩৭৭ ধারা অবলুপ্তি নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি জানান ''আমি কখনই এই কথা বলিনি, আমার মন্তব্যের অপব্যাখা করা হয়েছে।''

নিজের মন্তব্যের ব্যাখা দিয়ে তিনি বলেছেন ''মার্কিন যুক্তরাষ্ট্রে সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি নিয়ে আলোচনা হচ্ছিল। আমি শুধু বলেছি ভারতে এই ধরণের সিদ্ধান্তের জন্য আরও অনেক বেশি আলোচনার প্রয়োজন।''

গত সপ্তাহে মার্কিনি সুপ্রিমকোর্টে  সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি দানের ঐতিহাসিক সিদ্ধান্তের পর সারা বিশ্বেই হইচই পড়ে যায়। ভারতেও আবারও ৩৭৭ নম্বর ধারা অবলুপ্তির দাবি জোরালো হয়। কিন্তু, আজ আইনমন্ত্রীর মন্তব্য প্রমাণ করে দিল এখনও বৈষম্যহীন ভালবাসার স্বীকৃতি আদায় করতে এ দেশের আরও অনেকটা পথ হাঁটতে হবে।

অন্যদিকে, আইনমন্ত্রী পাশে দাঁড়াতে গিয়ে আরও একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী। বললেন ''আমার ধারণা আইন মন্ত্রীর কথার অপব্যাখা করা হয়েছে। পার্টিগতভাবে আমরা সমকামিতাকে জেনেটিক ডিসঅর্ডার বলেই মনে করি।''

 

Read More