Home> দেশ
Advertisement

রোজ নিয়ম করে জাতীয় সঙ্গীত গান, নইলে পাকিস্তানে যান, নির্দেশ পুরনিগমের

রোজ নিয়ম করে জাতীয় সঙ্গীত গান, নইলে পাকিস্তানে যান, নির্দেশ পুরনিগমের

সংবাদদাতা : সকালে গাইতে হবে জাতীয় সঙ্গীত এবং বিকেলে বন্দেমাতরম। সকাল, বিকেল, দুবেলাই মানতে হবে ওই নিয়ম। এবার এমনই নির্দেশ জারি করেছে জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশন।

আরও পড়ুন : সেনা বাহিনীকে দিয়ে কি এবার গর্তও বোজানো হবে?

পুরনিগমের মেয়র অশোক লাহটি জানিয়েছেন, যাঁরা ওই নিয়ম মানবেন না, তাঁরা পাকিস্তানে চলে যান। সোমবার লিখিতভাবে ওই নিয়ম জারি করা হয়েছে জয়পুর পুরনিগমের তরফে। দেশের উপর শ্রদ্ধা বাড়াতে এবং সুশৃঙ্খলভাবে কাজ করতেই ওই নিয়ম জারি করা হয়েছে বলে জানানো হয়েছে পুরনিগমের তরফে।

জানা যাচ্ছে, প্রত্যেকদিন সকাল ৯.৫০ মিনিটে পুরনিগমে গাইতে হবে জাতীয় সঙ্গীত এবং বিকেল ৫.৫৫ মিনিটে গাইতে হবে বন্দে মাতরম। প্রতিদিন যাতে মানুষ নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন, তার জন্য ওই নিয়ম করা হচ্ছে বলেও জানানো হয়েছে। পাশপাশি প্রত্যেক মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করার জন্যও ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও করা হয়েছে দাবি।

Read More