Home> দেশ
Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির এক বছরের জেল

২০০৯ লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধিভঙ্গের দায়ে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির এক বছরের কারাদণ্ড হল। মুখতার আব্বাস নাকভির সঙ্গে আরও ১৯ জন বিজেপি সমর্থকের জেল হল। ২০০৯ লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বিধিভেঙে থানা ঘেরাও করেন নাকভির নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা।

কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির এক বছরের জেল

ওয়েব ডেস্ক: ২০০৯ লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধিভঙ্গের দায়ে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির এক বছরের কারাদণ্ড হল। মুখতার আব্বাস নাকভির সঙ্গে আরও ১৯ জন বিজেপি সমর্থকের জেল হল। ২০০৯ লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বিধিভেঙে থানা ঘেরাও করেন নাকভির নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা।

এরপর রামপুরে জেলার পাটওয়াই থানায় নাকভির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আদালতের বাইরে বিজেপি সমর্থকদের তুমুল বিক্ষোভের মাঝেই এই রায় ঘোষণা করা হয়। শাস্তি ঘোষণার কিছুক্ষণ পরেই অবশ্য তিনি জামিন পেয়ে যান। নিজেকে নির্দোষ বলে দাবি করেন নাকভি।

Read More