Home> দেশ
Advertisement

মৃত্যুপুরীতেই ফের বাঙালির পদধূলি, এভারেস্ট শৃঙ্গে বিজয়কেতন উড়বে ১৯ মে

মৃত্যুপুরীতেই ফের বাঙালির পদধূলি, এভারেস্ট শৃঙ্গে বিজয়কেতন উড়বে ১৯ মে


ওয়েব ডেস্ক: হার না মানা বাঙালি, ফের 'মৃত্যুপুরী'তে, আর মাত্র ২৪ ঘণ্টা পরেই এভারেস্টে উড়বে বিজয় ধ্বজা। ২০১৪ সালের ১৮ এপ্রিল, ২০১৫ সালের ২৫ এপ্রিল, ভয়াবহ তুষারধ্বসের অভিজ্ঞতা মাথায় রেখেই ভয়ডরহীন বঙ্গপাল ফের ছুটল পাহাড় জয়ের নেশায়। ১৮ জন শেরপার মৃত্যু, তবুও হার না মানা জেদ আর অদম্য ইচ্ছেকে পুঁজি করেই পাহাড়ের পথে বঙ্গ ব্রিগেড। হেরে যাওয়া মানে সব শেষ নয়, এক একটা অভিজ্ঞতা, এই সংকল্পেই এভারেস্ট জয়ের পথে দেবাশিস বিশ্বাস, মলয় মুখার্জিরা। 'আমরা করব জয়', ইচ্ছার সঙ্গে পরিবেশের সহাবস্থান হলেই ১৯ মে এভারেস্টে উড়বে বিজয়কেতন।    

একদিকে রাজ্যে ঠিক হবে আগামী ৫ পছর বাংলাকে শাসন করবে কোন 'শাসক', আর এভারেস্টে উড়বে বাঙালির বিজয়কেতন। ইতিহাস লেখা হবে রাজনীতির ডায়েরিতে, আর এভারেস্টের সাদা বরফে খোদাই হবে 'বাঙালির নয়া ইতিহাস'।

১১ জনের দল দুভাগে বিভক্ত হয়ে এই অভিযানে নেমেছে। ৮ জনের লক্ষ্য মাউন্ট এভারেস্ট। বাকি তিন জনের গন্তব্য মাউন্ট এভারেস্টের পাশের শৃঙ্গ মাউন্ট লোৎসে। বাঙালির এভারেস্ট জয় হয়েছে আগেই। এবার দেবাশিস বিশ্বাসের লক্ষ্য কঠিন মাউন্ট লোৎসে।   

যেভাবে পাহাড়ে উঠছে শেরপারা। ছবি-

fallbacks

Read More