Home> দেশ
Advertisement

দুর্যোগের আশঙ্কা নিয়ে আজ শুরু সংসদের বাদল অধিবেশন

দুর্যোগের আশঙ্কা নিয়ে আজ শুরু সংসদের বাদল অধিবেশন

ওয়েব ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দেশজুড়ে গোরক্ষকদের তাণ্ডব ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে পারে বিরোধীরা। চিন, কাশ্মীর ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনার দাবি জানানো হবে। রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার নিয়ে সরব হবে কংগ্রেস, তৃণমূল, আরজেডি। জিএসটি ও কৃষক আত্মহত্যা নিয়ে সরকারের ব্যাখ্যা তলব করা হবে। পরিস্থিতি ঘোরালো হতে পারে বুঝে আগেভাগেই ড্যামেজ কন্ট্রোলে নামে কেন্দ্র। রবিবার সর্বদল বৈঠকে, রাজ্যগুলিকে গোরক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী। বিরোধীদের উদ্দেশে তাঁর আহ্বান দুর্নীতির বিরুদ্ধে একজোট হন। নিজেদের দুর্নীতি ঢাকতেই কিছু রাজনৈতিক দল কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। (আরও পড়ুন- গো-রক্ষার নামে গুন্ডামি করলে রেয়াত নয়, আরও কড়া বার্তা প্রধানমন্ত্রীর)

Read More