Home> দেশ
Advertisement

জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

চোরের ওপর বাটপাড়ি করুন। জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনধন অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করছে একশ্রেণীর মানুষ। অভিযোগ পেয়েছে কেন্দ্র। অ্যাকাউন্ট হোল্ডারদের মোদীর পরামর্শ, ওই টাকা ফেরত দেবেন না। পঞ্চাশ দিন সময় চেয়েছেন। পঁচিশ দিন পেরিয়ে গেছে। কিন্তু কালো টাকার পুরো হিসেব মিলছে না। কেন্দ্রের হিসেব বলছে, সাড়ে চোদ্দ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে জমা হওয়ার কথা।সূত্রের খবর: এখনও পর্যন্ত প্রায় ৯ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রের কাছে ফিরেছে পঁচিশ দিন সময় এখনও রয়েছে। কিন্তু, ততদিনে কি বাকি সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে জমা পড়বে? তার থেকেও বড় উদ্বেগের বিষয় কালো কারবারিদের নয়া কৌশল।

জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

ওয়েব ডেস্ক: চোরের ওপর বাটপাড়ি করুন। জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনধন অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করছে একশ্রেণীর মানুষ। অভিযোগ পেয়েছে কেন্দ্র। অ্যাকাউন্ট হোল্ডারদের মোদীর পরামর্শ, ওই টাকা ফেরত দেবেন না। পঞ্চাশ দিন সময় চেয়েছেন। পঁচিশ দিন পেরিয়ে গেছে। কিন্তু কালো টাকার পুরো হিসেব মিলছে না। কেন্দ্রের হিসেব বলছে, সাড়ে চোদ্দ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে জমা হওয়ার কথা।সূত্রের খবর: এখনও পর্যন্ত প্রায় ৯ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রের কাছে ফিরেছে পঁচিশ দিন সময় এখনও রয়েছে। কিন্তু, ততদিনে কি বাকি সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে জমা পড়বে? তার থেকেও বড় উদ্বেগের বিষয় কালো কারবারিদের নয়া কৌশল।

আরও পড়ুন কেরিয়ারে সবথেকে বেশি সমস্যা হত কোন বোলারকে খেলতে, জানালেন স্বয়ং সচিন

গরিবদের জনধন অ্যাকাউন্টে কালো টাকা জমা করে তা সাদা করার কৌশল চলছে, খবর রয়েছে কেন্দ্রের কাছে।অ্যাকাউন্ট হোল্ডারদের কমিশনের লোভ দেখিয়ে একশ্রেণির অসাধু ব্যক্তি একাজ করছেন বলে খবর। গবিরদের তাই মোদীর পরামর্শ, টাকা নিন কিন্তু ফেরত দেবেন না। কিন্তু, অসাধু ব্যক্তিদের তো ক্ষমতা অনেক। টাকা ফেরত না দিলে তাঁরা ক্ষতি করবেন না তো? মোদীর দাবি, অসাধু ব্যক্তিদের ঠকালে কোনও পাপ  হয় না। প্রধানমন্ত্রীর আশ্বাস, যে ব্যক্তি তাঁর কথা শুনবেন, সরকার তাঁকে দেখবে। গরিবদের স্বার্থেই তাঁর দুর্নীতিদমন অভিযান। বারবার দাবি করেছেন মোদী। গরিবরা তাঁর কথা রাখবেন কি?

আরও পড়ুন  সচিনকে নিয়ে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বললেন, তাতে গর্বিত হবেন আপনিও

Read More