Home> দেশ
Advertisement

ভারতে প্রথম ইবোলা আক্রান্ত

প্রথমবার ভারতে ইবোলা আক্রান্ত । নাইজেরিয়া থেকে ফেরা এক ভারতীয় নাগরিকের দেহে মিলল ইবোলার ভাইরাস। ইবোলায় আক্রান্ত ওই ভারতীয়র বয়স ২৮। আলাদা করে নজরদারি করা হয়েছে ইবোলা আক্রান্তের ওপর। সূত্রের খবর আক্রান্ত ব্যক্তি ইবোলা থেকে অনেকটাই সেরে উঠেছেন। দিল্লি বিমানবন্দরে আলাদা করে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

ভারতে প্রথম ইবোলা আক্রান্ত

ওয়েব ডেস্ক: প্রথমবার ভারতে ইবোলা আক্রান্ত । নাইজেরিয়া থেকে ফেরা এক ভারতীয় নাগরিকের দেহে মিলল ইবোলার ভাইরাস। ইবোলায় আক্রান্ত ওই ভারতীয়র বয়স ২৮। আলাদা করে নজরদারি করা হয়েছে ইবোলা আক্রান্তের ওপর। সূত্রের খবর আক্রান্ত ব্যক্তি ইবোলা থেকে অনেকটাই সেরে উঠেছেন। দিল্লি বিমানবন্দরে আলাদা করে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

TAGS

Read More