Home> দেশ
Advertisement

ইয়েদুরাপ্পা পদত্যাগ ঘোষণা করতেই টুইট মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বলেন, 'গণতন্ত্রের জয় হয়েছে। কর্ণাটকবাসীকে শুভেচ্ছা। শুভেচ্ছা দেবেগৌড়া, কুমারস্বামী, কংগ্রেস ও অন্যান্যদের। এটা 'আঞ্চলিক' জোটের জয়।'

ইয়েদুরাপ্পা পদত্যাগ ঘোষণা করতেই টুইট মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: অস্থাভোটের আগেই ইয়েদুরাপ্পার ইস্তফায় উজ্জীবিত দেশের বিরোধী শিবির। এদিন কর্ণাটক বিধানসভায় ইয়েদুরাপ্পা ইস্তফা ঘোষণা করতেই টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পথ প্রসস্ত হওয়ায় দেবেগৌড়া, কুমারস্বামী ও কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন তিনি। 

কর্ণাটকে আড়াই দিনের বিজেপি সরকারের পতন, ইস্তফা ইয়েদুরাপ্পার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বলেন, 'গণতন্ত্রের জয় হয়েছে। কর্ণাটকবাসীকে শুভেচ্ছা। শুভেচ্ছা দেবেগৌড়া, কুমারস্বামী, কংগ্রেস ও অন্যান্যদের। এটা 'আঞ্চলিক' জোটের জয়।'

 

গত সোমবার কর্ণাটকের ভোটের ফল বেরোতেই প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলনেত্রী। বলেছিলেন, কংগ্রেস - জেডিএস জোট হলে ভোটের ফল অন্যরকম হতে পারত। শনিবার আস্থাভোটের আগে ইয়েদুরাপ্পার ইস্তফার মমতার দ্রুত প্রতিক্রিয়ায় স্পষ্ট, ২০১৯-কে পাখির চোখ করে জাতীয় রাজনীতিতে কড়া নজর রেখেছেন তিনি।  

 

Read More