Home> দেশ
Advertisement

ভুয়ো দেশপ্রেম-পরিবারতান্ত্রিক রাজনীতিকে ছুড়ে ফেলে দিয়েছে মানুষ: গিরিরাজ সিং

গিরিরাজ বলেন, এখনও পর্যন্ত যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে বিপুল জনাদেশ নিয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি

ভুয়ো দেশপ্রেম-পরিবারতান্ত্রিক রাজনীতিকে ছুড়ে ফেলে দিয়েছে মানুষ: গিরিরাজ সিং

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের ফলাফল এখনও চূড়ান্ত নয়। তবে প্রবণতা অনুযায়ী বিপুলভাবে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এরকম এক অবস্থায় দলের সাফল্যে উচ্ছ্বসিত বেগুসরাইয়ের বিজেপি প্রার্থী গিরিরাজ সিং।

আরও পড়ুন-বাংলায় কে কোথায় এগিয়ে? দেখে নিন এক নজরে LIVE

সংবাদমাধ্যমে গিরিরাজ বলেন, এখনও পর্যন্ত যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে বিপুল জনাদেশ নিয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি। পারিবারিক রাজনীতি, জাতভিত্তিক রাজনীতি ও ভুয়ো দেশপ্রেমের রাজনীতিকে ছুড়ে ফেলে দিয়েছে দেশের মানুষ।

উল্লেখ্য, এবার বেগুসরাইয়ে জোর লড়াই বিজেপি-আরজেডি-সিপিএমের। এবার নওদা থেকে বেগুসরাইয়ে আনা হয়েছিল গিরিরাজ সিংকে। আর তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছে কানহাইয়া কুমার। সেই লড়াইয়েও কিছুটা এগিয়ে গিরিরাজ সিং।

আরও পড়ুন-রাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাসে মেতেছেন বিজেপি সমর্থকরা

এই আসন থেকে ২০১৪ সালে জিতেছিলেন বিজেপির ভোলা সিং। হেরেছিলেন আরজেডির ডা তনবীর হাসান। এই আসনে এবার ভূমিহাররা গিরিরাজকে ভোট দেবেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Read More