Home> দেশ
Advertisement

ভোট মেটার আগেই জোট তত্পরতা! দিল্লিতে রাহুলের বাসভবনে চন্দ্রবাবু

সপ্তম দফার ভোটগ্রহণ এখনও শেষ হয়নি। এর মধ্যেই বিজেপি বিরোধী জোট গড়তে তত্পর হয়ে উঠলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু।

ভোট মেটার আগেই জোট তত্পরতা! দিল্লিতে রাহুলের বাসভবনে চন্দ্রবাবু

নিজস্ব প্রতিবেদন: সপ্তম দফার ভোটগ্রহণ এখনও শেষ হয়নি। এর মধ্যেই বিজেপি বিরোধী জোট গড়তে তত্পর হয়ে উঠলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু।

আরও পড়ুন-মধ্যরাত থেকে সকাল, ভূমিকম্পে কেঁপে উঠল দেশের এই দুই অংশ

শনিবার সকালে দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত করলেন চন্দ্রবাবু। রাজনৈতিক মহলের খবর বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে রাহুলের।

সম্প্রতি পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রচারে এসেছিলেন চন্দ্রবাবু। শুক্রবার তিনি দিল্লিতে আসেন। আজ শনিবার তিনি রাহুলের সঙ্গে দেখা করেন। দুপুরে তাঁর মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাত হওয়ার কথা রয়েছে। ফলে ভোট পরবর্তি জোট নিয়ে জল্পনা এখন থেকেই তেজী হতে শুরু করল।

শুক্রবার চন্দ্রবাবু দেখা করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। ভোট পরবর্তি জোট নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে খবর।

আরও পড়ুন-টেনশন কাটাতেই কেদার-বদ্রীতে নমো! দেখুন ছবিতে

এদিকে, কেসিআর এর নতুন কোনও জোট গঠনের চেষ্টাকে টেক্কা দিতেই নাইডু অতি তত্পর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ ওয়াইএসআর কংগ্রেস, নবীন পট্টনায়ক স্ট্যালিন, পিনারাই বিজয়ন সহ একঝাঁক বিরোধী নেতার সঙ্গে সখ্যতা রেখে চলেছেন কে চন্দ্রশেখর রাও।

ভোটের ফল হাতে পেতে ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগেই সলতে পাকাতে শুরু করল বিরোধী শিবিব। তবে বিজেপিকে পেছনে ফেলে সরকার গঠনের মতো অবস্থায় এলে বিরোধীরা কী করে সেটাই দেখার। তখন কংগ্রেস মুক্ত জোট নাকি কংগ্রেসকে সঙ্গে নিয়ে জোট সেই প্রশ্নটাই হয়তো প্রধান হয়ে দেখা দেবে। তবে হাল ছাড়ছেন না চন্দ্রবাবু।

Read More