Home> দেশ
Advertisement

নতুন বাজেট অনুযায়ী জিনিসের দাম বাড়ল বা কমল আজ থেকে

বাজেট পেশ হওয়ার পরই নির্ধারিত হয়ে গিয়েছিল কোন কোন জিনিসের দাম বাড়বে আর কোন জিনিসের দাম কমবে। কিন্তু তা ধার্য হল আজ থেকে। বাজেটে তো আমরা জেনেই গিয়েছিলাম কোন কোন জিনিসের দাম কী হতে চলেছে। তবু আজ একবার জেনে নিন জিনিসপত্রের মূল্য হ্রাস-বৃদ্ধির চেহারাটা।

নতুন বাজেট অনুযায়ী জিনিসের দাম বাড়ল বা কমল আজ থেকে

ওয়েব ডেস্ক: বাজেট পেশ হওয়ার পরই নির্ধারিত হয়ে গিয়েছিল কোন কোন জিনিসের দাম বাড়বে আর কোন জিনিসের দাম কমবে। কিন্তু তা ধার্য হল আজ থেকে। বাজেটে তো আমরা জেনেই গিয়েছিলাম কোন কোন জিনিসের দাম কী হতে চলেছে। তবু আজ একবার জেনে নিন জিনিসপত্রের মূল্য হ্রাস-বৃদ্ধির চেহারাটা।

যে যে জিনিসের দাম বাড়ল-

১) বিলাসবহুল গাড়ি।
২) সমস্ত তামাকজাত দ্রব্য।
৩) রেস্তোরার বিল।
৪) বিমানের টিকিট।
৫) রেডিমেড পোশাক।
৬) ব্র্যান্ডেড পোশাক।
৭) সোনা, রুপো। সমস্ত গয়না।
৮) মিনারেল ওয়াটার।
৯) অ্যালুমিনিয়াম ফয়েল।
১০) প্লাস্টিক ব্যাগ।
১১) রোপওয়ে এবং সমস্ত কেবল কার রাইড।
১২) আমদানী করা ইমিটেশনের গয়না।
১৩) কারখানার সোলার ওয়াটার হিটার।
১৪) লিগাল সার্ভিস।
১৫) লটারি টিকিট।
১৬) গাড়ি নিয়োগের দ্বারা ভ্রমণ।
১৭) প্যাকার্স ও মুভার্স।
১৮) ইলেকট্রনিক্স রিডিং ডিভাইস।
১৯) ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের ইনস্ট্রুমেন্ট।
২০) সোনার বার।

যে যে জিনিসের দাম কমল-

১) জুতো।
২) সোলার ল্যাম্প।
৩) সেট টপ বক্স, সিসিটিভি, ডিজিট্যাল ভিডিও রেকর্ডার, ব্রডব্যান্ড, মোডেম।
৪) হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল।
৫) কমদামী বাড়ি। ৬০ বর্গকিলোমিটারের মধ্যে যে সমস্ত বাড়ি রয়েছে তার দাম।
৬) লোক শিল্পী এবং তাঁর পারফরম্যান্স।
৭) ফ্রিজের জিনিসপত্রের।
৮) পেনশন প্ল্যান।
৯) মাইক্রোয়েভ ওভেন।
১০) স্যানিটারি প্যাড।
১১) ব্রেইল পেপার।
১২) স্টেরিলাইসড ডায়ালাইজার।

Read More