Home> দেশ
Advertisement

বজ্রপাতে ওড়িশায় ৩০ জন নিহত, আহত ৩৫

ওড়িশায়  ভয়াবহ বজ্রপাতের ঘটনায় মৃত ৩০ জন, আহতের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে। সারা রাজ্য জুড়েই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ওড়িশা পুলিসের তরফে।

বজ্রপাতে ওড়িশায় ৩০ জন নিহত, আহত ৩৫

ওয়েব ডেস্ক: ওড়িশায়  ভয়াবহ বজ্রপাতের ঘটনায় মৃত ৩০ জন, আহতের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে। সারা রাজ্য জুড়েই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ওড়িশা পুলিসের তরফে।

সব থেকে বেশি ম়ৃত্যুর ঘটনা ঘটেছে ভদ্রক জেলায়। এখানে মৃতের সংখ্যা আট। এছাড়াও বালেশ্বর, খুরদা, ময়ূরভঞ্জ,  কেওনঝড়, জাজপুর, কেন্দ্রাপাড়া, নয়াগড়ের মতো জেলাগুলিতেও মৃতের সংখ্যা একাধিক। এর আগে বিহার ও উত্তরপ্রদেশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছিল এই ধরনের বজ্রপাতে।

আরও পড়ুন- অসম-বিহারে বন্যায় মৃত ৫২, প্রায় ৬০ লক্ষ মানুষ জলবন্দি


এই চরম প্রাকৃতিক রোশের হাত থেকে রেহাই দিতে যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধার ও ত্রানের কাজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আবহাওয়া বিশেষজ্ঞরা এখনও দুর্যোগের কারণ হিসাবে নির্দিষ্ট করে  কিছু জানাননি। তবে যেহেতু রাজ্যের একটা বৃহত্ অংশই উপকুলবর্তী এলাকা তাই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্ভবনা অনেকটা বেড়ে যায় বলে জানিয়েছেন তাঁরা।

Read More