Home> দেশ
Advertisement

রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে দিল্লিতে ধরনা 'আক্রান্ত আমরা' মঞ্চের

রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে রাষ্ট্রপতির কাছে দরবার করলেন 'আক্রান্ত আমরা' মঞ্চের প্রতিনিধিরা। দিনভর ধরনা দিলেন যন্তরমন্তরেও। মঞ্চের দাবিগুলি স্বরাষ্ট্রমন্ত্রকে জানানোর আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।

রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে দিল্লিতে ধরনা 'আক্রান্ত আমরা' মঞ্চের

ওয়েব ডেস্ক: রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে রাষ্ট্রপতির কাছে দরবার করলেন 'আক্রান্ত আমরা' মঞ্চের প্রতিনিধিরা। দিনভর ধরনা দিলেন যন্তরমন্তরেও। মঞ্চের দাবিগুলি স্বরাষ্ট্রমন্ত্রকে জানানোর আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।

সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ধরনা চলে যন্তরমন্তরে। ধরনা মঞ্চে যোগ দেন বাম ও কংগ্রেস নেতারা। বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়ও মঞ্চে আসেন। রাইসিনা হিলের দরজাতেও কড়া নেড়েছে প্রতিবাদ। ধরনা মঞ্চ থেকেই সাত প্রতিনিধি গিয়ে দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। রাষ্ট্রপতির কাছে রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবি জানিয়েছেন প্রতিবাদীরা।

গতকাল দিল্লির যন্তরমন্তরে ধরনা দেন বাংলায় আক্রান্ত অম্বিকেশ মহাপাত্র, হৃদয় ঘোষ, শিলাদিত্য চৌধুরীরা। দরবার করেন রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কার্টুনই হোক বা মুখ্যমন্ত্রীর জনসভায় চাষের বীজের দাম বাড়া নিয়ে প্রশ্ন তোলা। সবেতেই ফল হয়েছে হাজত বাস। কার্টুন কাণ্ডে রাজরোষের শিকার যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বা বেলপাহাড়ির শিলাদিত্যদের প্রতিবাদ কিন্তু থেমে থাকেনি। হাতে হাত ধরে তাঁরা গড়ে তুলেছেন নতুন মঞ্চ আমরা আক্রান্ত। সুবিচারের আশায় সেই মঞ্চেই এসে দাঁড়িয়েছেন কামদুনির বাসিন্দারা। বাদ যাননি সুটিয়া গণধর্ষণে কাণ্ডের প্রতিবাদী মুখ বরুণ বিশ্বাসের পরিবারও।

Read More