Home> দেশ
Advertisement

সন্ত্রাসের নতুন হাতিয়ার ল্যাপটপ বোমা?

সন্ত্রাসের নতুন হাতিয়ার কি হতে চলেছে ল্যাপটপ বোমা? বিশ্বজুড়ে ছড়িয়েছে এই নতুন আতঙ্ক। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ISIS বা আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলি ল্যাপটপে বোমা লাগানোর প্রযুক্তি আয়ত্ব করে ফেলেছে। সেই বোম বিমানবন্দরের প্রচলিত নিরাপত্তা চেকিংয়ে ধরা পড়বে না।

সন্ত্রাসের নতুন হাতিয়ার ল্যাপটপ বোমা?

ওয়েব ডেস্ক : সন্ত্রাসের নতুন হাতিয়ার কি হতে চলেছে ল্যাপটপ বোমা? বিশ্বজুড়ে ছড়িয়েছে এই নতুন আতঙ্ক। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ISIS বা আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলি ল্যাপটপে বোমা লাগানোর প্রযুক্তি আয়ত্ব করে ফেলেছে। সেই বোম বিমানবন্দরের প্রচলিত নিরাপত্তা চেকিংয়ে ধরা পড়বে না।

আরও পড়ুন- তথ্য প্রযুক্তি শিল্পে উন্নয়নে পড়ুয়াদের সঙ্গে লাইভচ্যাট প্রধানমন্ত্রীর

তাহলে ল্যাপটপ বোমা আটকানো যাবে কী করে?

এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন নিরাপত্তা বিশেষজ্ঞ। উড়ানে ল্যাপটপ নিষিদ্ধ করার পথে হেঁটেছে ব্রিটেন ও আমেরিকা। আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ৮টি দেশের ১০ টি এয়ারপোর্ট থেকে আসা যাত্রীদের সঙ্গে ল্যাপটপ থাকলে তাঁদের ঢুকতে দেবে না ওই দুই দেশ। ভারতও কি উড়ানে ল্যাপটপ নিষিদ্ধ করার পথে হাঁটবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Read More