Home> দেশ
Advertisement

রাত পোহালেই কুম্ভ মেলা, সাধু, পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট গঙ্গাসাগর

রাত পোহালেই কুম্ভ মেলা, সাধু, পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট গঙ্গাসাগর

হাড় হিম করা ঠাণ্ডাকে তুড়িতে উড়িয়ে জমে উঠেছে সাগর মেলা। সাধু, সন্ন্যাসী, পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট মন্দির চত্বর। কাল থেকেই শুরু হচ্ছে কুম্ভ মেলা।

সূর্য ডোবার পরই পারদ নামছে দশ-এগারো ডিগ্রিতে। সঙ্গে কনকনে ঠাণ্ডা হাওয়া। চেনা পরিবেশেই সাগরে ভিড় জমেছে পুণ্যার্থীদের। এরাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন মেলায়। রঙবেরঙের আলোয় সেজে উঠেছে কপিল মুনির আশ্রম। পুণ্যলাভের আশায় সাধুদের  আখড়ায় ভিড় জমাচ্ছেন অনেকে। সাধুরাও বিভোর কলকের সুখটানে। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে প্রচুর মহিলা পুলিসও। মেলা চত্বরে বসানো হয়েছে সিসিটিভি। প্রসাশনের অনুমান এবার রেকর্ড ভিড় হবে মেলায়। কুড়ি লক্ষ ছুঁতে পারে তীর্থ যাত্রীদের সংখ্যা।

বুধবার রাত ১টা ১৫মিনিটে পুণ্যস্নানের তিথি। আপাতত সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই লক্ষ লক্ষ পুণ্যার্থী।

 

Read More