Home> দেশ
Advertisement

দলের বিপুল জয়ের পরও সভাপতির পদে থেকে সরে দাঁড়াচ্ছেন অমিত শাহ?

এমনটাও ভাবা হচ্ছে অমিত শাহের যোগ্য উত্তরসুরী পাওয়ার ওপরেও অমিত শাহের মন্ত্রিসভায় যাওয়া নির্ভর করছে

দলের বিপুল জয়ের পরও সভাপতির পদে থেকে সরে দাঁড়াচ্ছেন অমিত শাহ?

নিজস্ব প্রতিবেদন: এক ধাক্কায় সাড়ে তিনশো পার এনডিএ। পাশাপাশি বাংলায় ১৮ কেন্দ্রকে উড়িয়ে নিয়ে গেল গেরুয়া ঝড়। লোকসভা নির্বাচনের এই অভাবনীয় সাফল্যের অন্যতম প্রধান কারিগর অমিত শাহ। সেই অমিতভাই আর থাকছেন না দলের সর্বভারতীয় সভাপতি পদে। এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন-ঝড় আটকাতে গিয়ে মোদী সুনামিকে ডেকে আনলেন বিরোধী নেতানেত্রীরা

এবার গান্ধীনগরে খোদ লালকৃষ্ণ আডবানির আসনে দাঁড় করানো হয়েছিল অমিত শাহকে। জিতেওছেন বিপুল ভোটে। এবার ভোটে টিকিট দেওয়ার পরই মনে করা হয়েছিল দল ক্ষমতায় এলে তাঁকে মন্ত্রিসভায় তুলে আনা হবে। দেওয়া হবে গুরুত্বপূর্ণ পদ। এবার সেটাই হতে পারে বলে দাবি একটি সর্বভারতীয় দৈনিকের।

আরও পড়ুন-ভেঙে খান খান গনি মিথ, সংখ্যালঘু অধ্যুষিত মালদহ দক্ষিণে অপ্রত্যাশিত জয় বিজেপির

উল্লেখ্য, ২০১৪ সালের থেকেও ভালো ফল করেছে বিজেপি। ফলে নতুন করে টিম গড়তে চাইবেন মোদী। ফলে তাঁর নতুন মন্ত্রিসভায় শাহরে স্থান পাওয়া তেমন কিছুই বিচিত্র নয়। দলীয় সূত্রে অবশ্য সেরকমই এক সম্ভাবনার কথা জানানো হচ্ছে। তবে দলে এনিয়ে তেমন কোনও আলোচনা হয়নি। পাশাপাশি এমনটাও ভাবা হচ্ছে অমিত শাহের যোগ্য উত্তরসুরী পাওয়ার ওপরেও অমিত শাহের মন্ত্রিসভায় যাওয়া নির্ভর করছে।

 

Read More