Home> দেশ
Advertisement

একজন জঙ্গিকে মারলে ১০ জঙ্গির জন্ম হবে, কেন্দ্রকে হুঁশিয়ারি মিরওয়াইজের

একজন জঙ্গিকে মারলে ১০ জঙ্গির জন্ম হবে, কেন্দ্রকে হুঁশিয়ারি মিরওয়াইজের

ওয়েব ডেস্ক:  কাশ্মীর নিয়ে এবার একপ্রকার জঙ্গিদের হয়েই সওয়াল করলেন হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুক।

শুক্রবার মিরওয়াইজ বলেন, কাশ্মীরিরা কী চাইছে তা বিচার না করে কাশ্মীর সমস্যার সমাধান করা ‌যাবে না। একজন জঙ্গিকে মারলে আরও ১০ জঙ্গির জন্ম হবে। কয়েক মাস পর শুক্রবার জুম্মার জমায়েতে ভাষণ দিচ্ছিলেন মিরওয়াইজ।

আরও পড়ুন- ভারতে কমল বাঘের সংখ্যা 

শ্রীনগরের ওল্ড সিটির জামা মসজিদে কয়েক হাজার মানুষের জমায়েতে মিরওয়াইজ বলেন, কাশ্মীরে মানুষদের ওপরে অত্যাচার করলে সমস্যার সমাধান তো হবেই না, বরং তা পরিস্থিতি আরও খারাপ করে দেবে।

আরও পড়ুন- আগামী লোকসভায় অমিতের লক্ষ্য ৩৬০-এর বেশি আসন 

হুরিয়ত নেতা আরও বলেন, জঙ্গিদের মেরে ‌যে কাশ্মীর সমস্যার সমাধান হবে না তা একটু লক্ষ্য করলেই বোঝা ‌যায়। মৃত জঙ্গিদের শেষকৃত্যে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করুন। শয়ে শয়ে মানুষ সেখানে জড়ো হচ্ছে। কাশ্মীর সমস্যা একটি মানবিক সমস্যা। মানবিকতার সঙ্গে বিচার করে এই সমস্যার সমাধান করতে হবে।

Read More