Home> দেশ
Advertisement

ইভিএম-এর জন্যই জিতছি, কর্ণাটকে ভোটপ্রচারে স্বীকার করলেন মোদী

ইভিএম বিতর্কে উস্কে কংগ্রেসকে একহাত নিলেন নরেন্দ্র মোদী। 

ইভিএম-এর জন্যই জিতছি, কর্ণাটকে ভোটপ্রচারে স্বীকার করলেন মোদী

নিজস্ব প্রতিবেদন: সাম্প্রতিককালে প্রায় প্রতিটি নির্বাচনে হারার পরই ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা। এমনকী বিহিত চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিল তারা। যদিও কমিশনের হ্যাকাথন প্রতিযোগিতায় হাজির হননি কেউই। বিরোধীদের এই ইভিএম অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন, ইভিএমের জন্যই ভোটে জিতছেন তাঁরা।

তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন সংক্ষেপে ইভিএম মানে কী? তার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী দিয়েছেন নিজের স্বভাবসিদ্ধ ঢঙে।  তিনি বলেন, ''সত্যিই ইভিএমের জন্য নির্বাচনে জিতছি। ই মানে এনার্জি (উত্সাহ), ভি মানে ভ্যালু অ্যাডিশন (মানুষের সমর্থন)  এবং এম মানে মোটিভেশন ফর প্রোগ্রেস (উন্নতির অনুপ্রেরণা)। এটাই ইভিএম।''

প্রধানমন্ত্রীর কথায়, ''১৫ মে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কর্ণাটকে সরকার গঠন করবে বিজেপি। ইতিমধ্যেই ওরা বলতে শুরু করে দিয়েছে, ইভিএম বিভ্রাট করছে মোদী। মোদী হারায়নি, ইভিএম হারিয়েছে। ওরা যে যুক্তিই দিক, পাঁচবছরের পাপের জবাব দেবেন কর্ণাটকবাসী।''       

আরও পড়ুন- মেরুকরণ উস্কে দিয়ে 'টিপু সুলতান জয়ন্তী' অস্ত্রে শান মোদীর!

Read More