Home> দেশ
Advertisement

দেশের প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের সাত বিচারকের নামে জামিন অযোগ্য পরোয়ানা জারির নির্দেশ সিএস কারনানের

স্বয়ং ভারতের প্রধান বিচারপতি জে এস কেহরসহ সুপ্রিমকোর্টের মোট সাত বিচারপতির বিরুদ্ধে এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান। ঘটনাচক্রে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে বিচারক কারনানের 'মানসিক স্থিতি' পরীক্ষা করার সুপ্রিম নির্দেশ ঘোষিত হওয়ার পরপরই এই ঘটনা।

দেশের প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের সাত বিচারকের নামে জামিন অযোগ্য পরোয়ানা জারির নির্দেশ সিএস কারনানের

ওয়েব ডেস্ক: স্বয়ং ভারতের প্রধান বিচারপতি জে এস কেহরসহ সুপ্রিমকোর্টের মোট সাত বিচারপতির বিরুদ্ধে এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান। ঘটনাচক্রে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে বিচারক কারনানের 'মানসিক স্থিতি' পরীক্ষা করার সুপ্রিম নির্দেশ ঘোষিত হওয়ার পরপরই এই ঘটনা।


এই সাত বিচারককে 'অনুপস্থিত' উল্লেখ করে বিচারক কারনান তাঁর অর্ডারে লিখেছেন, "সাত অভিযুক্তের (সাত বিচারপতি) নামে জামিন অযোগ্য পরোয়ানা ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এবং সেই পরোয়ানা অনুসারে কাজ করতে বলা হয়েছে নয়াদিল্লির পুলিসের ডিরেক্টর জেনারেল বা কমিশনারকে।"

Read More