Home> দেশ
Advertisement

কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট হলে অন্যরকম ফল হত: মমতা

কর্ণাটক হাতছাড়া কংগ্রেসের। জয়ের পথে বিজেপি।  

কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট হলে অন্যরকম ফল হত: মমতা

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকের জনাদেশ স্পষ্ট হওয়ার পর গেরুয়া শিবিরের নাম না করে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন,''জয়ী প্রার্থীদের অভিনন্দন। পরাজিতরা লড়াই করে ফিরে আসবেন।''

ত্রিপুরায় বাম দুর্গ পতনের পর মমতা বলেছিলেন, কংগ্রেসকে জোটের প্রস্তাব দিয়েছিলেন তিনি। বিজেপির মোকাবিলায় একের বিরুদ্ধে এক প্রার্থীর কথা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। কর্ণাটকে কংগ্রেসের ভরাডূবির পর সেই সমীকরণের পক্ষেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''নির্বাচনের আগে জেডিএসের সঙ্গে জোট করলে ফল অন্যরকম হত।''

 

এদিকে, আরও একটা রাজ্য হাতছাড়া হওয়ার পর ফের ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের নেতা গুলাম নবি আজাদের প্রশ্ন, ''বুঝতে পারি না, কীভাবে আগে থেকে ১০০-১২৫, এমনকি ১৩০টি আসনের ভবিষ্যতবাণী করেছেন বিজেপি নেতারা! বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও ১৩০টি আসনপ্রাপ্তির ঘোষণা করেছেন। কীভাবে ওনারা এতটা নিশ্চিত হচ্ছেন?''

আরও পড়ুন- কর্ণাটকে হারের পর ইভিএম কারচুপির অভিযোগ কংগ্রেসের

Read More