Home> দেশ
Advertisement

"জুডিথ ভারতের মেয়ে, তাঁকে ফিরিয়ে আনা হবেই," দাবি বিদেশমন্ত্রীর

জুডিথকে উদ্ধারের সবরকম চেষ্টা চালাবে ভারত। ডি'সুজা পরিবারকে আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ওয়েব ডেস্ক : জুডিথকে উদ্ধারের সবরকম চেষ্টা চালাবে ভারত। ডি'সুজা পরিবারকে আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

পি/১৬০ সিআইটি রোডের বাসিন্দা অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের সদস্যা জুডিথ। আগা খান ফাউন্ডেশনের সঙ্গে কাজ করতে গতবছর আফগানিস্তান যান তিনি। মাঝে কয়েকবার বাড়িতেও আসেন। পরিবারের দাবি, কোনওদিন কোনও হুমকি বা কাজে বাধার মুখে পড়েননি তিনি। বাড়িতে শেষ ফোন করেন গত বুধবার।
এরপরই এল অপহরণের খবর। তারপর বারবার চেষ্টা করেও আগা খান ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। এক পরিচিতের মারফত্‍ ডেরেক ও'ব্র্যায়ানের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। জুডিথের বিষয়টি দেখতে সুষমা স্বরাজকে অনুরোধ করেন ডেরেক।  

টুইটে ডেরেক লেখেন, তিনি কাবুলে অপহৃত মহিলাটির বাবা ও বোনের সঙ্গে কথা বলেছেন। বিদেশ মন্ত্রক থেকে ঘটনার আপডেট চান। এদিকে, পাল্টা টুইটে সুষমা স্বরাজ জবাব দেন, জুডিথ ভারতের মেয়ে। তিনি নিজেও জুডিথ ডি'সুজার বোনের সঙ্গে কথা বলেছেন। উদ্ধারের সবরকম চেষ্টা করা হবে।

ইতিমধ্যেই কলকাতায় ফোন করে ডি'সুজা পরিবারের সঙ্গে কথা বলেন সুষমা। কাবুলের ভারতীয় দূতাবাস থেকেও যোগাযোগ করা হয়। বিদেশমন্ত্রকের খবর, জুডিথকে নিয়ে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। এদিকে এই ঘটনার পর থেকেই রাতের ঘুম উড়েছে পরিবারে।

Read More