Home> দেশ
Advertisement

লকডাউনের মধ্যেই হামলা জঙ্গিদের, সোপরে শহিদ ৩ আধাসেনা

শুক্রবারও এরকম একটি হামলা চালায় জঙ্গিরা

লকডাউনের মধ্যেই হামলা জঙ্গিদের, সোপরে শহিদ ৩ আধাসেনা

নিজস্ব প্রতিবেদন: উপত্যকায় রয়েছে বিশাল সংখ্যায় আধাসেনা। তার ওপরে চলছে লকডাউন। এর মধ্যেই আধাসেনার ওপরে হামলা চালাল জঙ্গিরা।

আরও পড়ুন-তামিলনাড়ুর ৮৪ শতাংশ, দিল্লির ৬৩ শতাংশ করোনা রোগীর সঙ্গে তবলিঘির সম্পর্ক রয়েছে: স্বাস্থ্য মন্ত্রক

শনিবার কাশ্মীরের বারামুলা জেলার সোপরে টহলরত সিআরপিএফ ও কাশ্মীর পুলিসের ওপরে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ৩ আধাসেনার মৃত্যু হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমেছে আধাসেনা।

এনিয়ে পরপর ২ দিন হামলা চালালো জঙ্গিরা। সোপরের আহাদ ক্রসিংয়ের কাছে চেকপয়েন্ট হামলা করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। এখনও পর্যন্ত কোনও জঙ্গি নিহত হয়েছে কিনা খবর নেই।

শুক্রবারও এরকম একটি হামলা চালায় জঙ্গিরা। গতকাল পুলওয়ামায় সিআরপিএফ ও জম্মু-কাশ্মীরর পুলিসের একটি ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় গুরুতর আহত হন এক সিআরপিএফ জওয়ান।

আরও পড়ুন-Live: রাজ্যে করোনায় আক্রান্ত ১৭৮, মৃত ১২ | দেশে আক্রান্ত ১৪৩৭৮, মৃত ৪৮০

পুলওয়ামায় নেওয়া এলাকায় একটি মোবাইল চেকপয়েন্ট হামলা চালায় জঙ্গিরা। সন্ধে পৌনে আটটা নাগাদ ঘটা ওই হামলায় এক সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন। ওই জওয়ানের অবস্থা এখন স্থিতিশীল। এলাকা ঘিরে চিরুনী তল্লাশি চালালেও কোনও জঙ্গির নাগাল পাওয়া যায়নি।

Read More