Home> দেশ
Advertisement

নাইকুর পর 'ফৌজি ভাই!' সেনার গুলিতে খতম জইশের বড় মাথা

 কাশ্মীর রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমারের কথা অনুযায়ী, নাইকুর পর দ্বিতীয় বড় সফলতা পেল নিরাপত্তীবাহিনী।

নাইকুর পর 'ফৌজি ভাই!' সেনার গুলিতে খতম জইশের বড় মাথা

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামাতে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর সেনা খতম করেছে তিন জঙ্গিকে। যার মধ্যে একজন জইশ ই মহম্মদ জঙ্গি সংগঠনের  বিস্ফোরক নির্মাতা আবদুল রহমান অরূপে 'ফৌজি ভাই।' হিজবুল কমান্ডার রিয়াজ নাইকুকে সাবাড় করার প্রায় একমাস পর হাতে এল আবদুল।
 কাশ্মীর রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমারের কথা অনুযায়ী, নাইকুর পর দ্বিতীয় বড় সফলতা পেল নিরাপত্তীবাহিনী। যদিও বাকি দুজন জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।
 কয়েকদিন আগে পুলওয়ামায় যে বিস্ফোরক ভর্তি গাড়ি আটক করেছিল পুলিস। সেই বিস্ফোরকও বানিয়েছিল এই আবদুল। এমনটাই তথ্য মিলেছে বিজয় কুমারের কাছ থেকে। রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ ও পুলিস যৌথভাবে হানা দিয়েছিল পুলওয়ামার কঙ্গল মুরান গ্রামে। সেখানেই খতম হয়েছে এই পাকিস্তানি 'ফৌজি ভাই' অরূপে  'ফৌজি বাবা', আসল নাম আবদুল।

আরও পড়ুন: করোনায় মৃত বৃদ্ধের চিতায় আগুন দিতেই পাথরবৃষ্টি শুরু, আধপোড়া দেহ নিয়ে পালাতে বাধ্য হল ২ ছেলেগত বছর পুলওয়ামাতেই বিস্ফোকর বোঝাই গাড়ি দিয়ে জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল ৪০ সৈনিকের। এবারও সেই পরিকল্পনাতেই হাঁটছিল জঙ্গি সংগঠন। প্রায় ৪৫ কেজি আইইডি বোঝাই গাড়ি ধরা পড়ে যায় সেনার কাছে। এবার সেই বিস্ফোরক নির্মাতাকেই নিকেষ করলো নিরাপত্তবাহিনী। যে সময় পুরোদমে ভারত করোনা মোকাবিলা করছে তখন বারবারই জঙ্গি হানার খবর মিলছে জম্মু ও কাশ্মীর থেকে। তবে নাইকু নিকেষের পর আবদুল, বড় সফলতা নিরাপত্তাবাহিনীর।

Read More