Home> দেশ
Advertisement

প্রজাতন্ত্র দিবসের আগে সতর্কবার্তা, দিল্লি, কলকাতা, মুম্বইয়ে সন্ত্রাস হানা চালাতে পারে আইসিস

প্রজাতন্ত্র দিবসের আগে সতর্কবার্তা, দিল্লি, কলকাতা, মুম্বইয়ে সন্ত্রাস হানা চালাতে পারে আইসিস


ওয়েব ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের আগে, জারি হল আইসিস হামলার সতর্কবার্তা। প্যারিস-জাকার্তায় হামলার ধাঁচেই দিল্লি, কলকাতা, মুম্বইয়ে সন্ত্রাস হানা চালাতে পারে আইসিস। সতর্ক করেছেন গোয়েন্দারা। একাধিক লস্কর ক্যাম্পে বাড়তি তত্‍পরতা লক্ষ্য করা গেছে বলেও উল্লেখ রয়েছে গোয়েন্দা রিপোর্টে। বলা হয়েছে, ১০ থেকে ১০ জনের একটি জঙ্গি দল দেশের মেট্রো শহরগুলিতে হামলার ছক কষছে। টার্গেট করা হতে পারে শপিং মল বা এর মতো জনবহুল জায়গা। ৬৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে। দুমাস আগে প্যারিসে আইসিস হামলায় একশো ৩০ জনের মৃত্যু হয়। সেই দেশের প্রেসিডেন্টই যেহেতু প্রধান অতিথি, তাই নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খুনের হুমকি দিয়েছে আইসিস।

Read More