Home> দেশ
Advertisement

শরিফ-মোদী বৈঠকেও গলল না বরফ, সম্পর্কের শীতলাবস্থা কাটাতে আগ্রহী ইসলামাবাদ

নওয়াজ শরিফ-নরেন্দ্র মোদী বৈঠকের পরও কি দুদেশের সম্পর্কের চাকা একটুও গড়ায়নি? পাকিস্তানের বিদেশমন্ত্রকের উপদেষ্টা সরতাজ আজিজের মন্তব্য উস্কে দিয়েছে সেই বিতর্কই। ভারত-পাক বিদেশসচিব পর্যায়ের বৈঠক থেকে অভাবনীয় কিছু আশা করা ঠিক হবে না। বলেছেন সরতাজ। অথচ আগামী চোদ্দ এবং পনেরো তারিখ বিদেশসচিব পর্যায়ের বৈঠক থেকেই আগামী ছ-মাসের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের রুটম্যাপ তৈরি হওয়ার কথা। মোদীর লাহোর সফরের পর ইসলামাবাদই কার্যত উদ্যোগী হয়ে জানিয়েছিল সম্পর্কের শীতলতা কাটানোর জন্য আগ্রহী তারা। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সরতাজ আজিজের এই মন্তব্য।

শরিফ-মোদী বৈঠকেও গলল না বরফ, সম্পর্কের শীতলাবস্থা কাটাতে আগ্রহী ইসলামাবাদ

ওয়েব ডেস্ক: নওয়াজ শরিফ-নরেন্দ্র মোদী বৈঠকের পরও কি দুদেশের সম্পর্কের চাকা একটুও গড়ায়নি? পাকিস্তানের বিদেশমন্ত্রকের উপদেষ্টা সরতাজ আজিজের মন্তব্য উস্কে দিয়েছে সেই বিতর্কই। ভারত-পাক বিদেশসচিব পর্যায়ের বৈঠক থেকে অভাবনীয় কিছু আশা করা ঠিক হবে না। বলেছেন সরতাজ। অথচ আগামী চোদ্দ এবং পনেরো তারিখ বিদেশসচিব পর্যায়ের বৈঠক থেকেই আগামী ছ-মাসের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের রুটম্যাপ তৈরি হওয়ার কথা। মোদীর লাহোর সফরের পর ইসলামাবাদই কার্যত উদ্যোগী হয়ে জানিয়েছিল সম্পর্কের শীতলতা কাটানোর জন্য আগ্রহী তারা। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সরতাজ আজিজের এই মন্তব্য।

Read More