Home> দেশ
Advertisement

বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখল ভারত

নতুন বছরে প্রথম চন্দ্রগ্রহণ। সাক্ষী রইল ভারত।

বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখল ভারত

ওয়েব ডেস্ক : নতুন বছরে প্রথম চন্দ্রগ্রহণ। সাক্ষী রইল ভারত।

শনিবার ভোর রাতে, ৪টে বেজে ২ মিনিট ২ সেকেন্ডে গ্রহণ লাগে। গ্রহণ স্থায়ী হয় প্রায় ২৩ মিনিট। ভোর ৪টে বেজে ২৫ মিনিট ৫ সেকেন্ডে গ্রহণ ছেড়ে যায়। ভারতের বিভিন্ন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যায়। অনেকেই চাক্ষুষ করেন এই বিরল মুহূর্ত। ধীরে ধীরে চাঁদের ঔজ্জ্বল্য কমে আসে। একসময় প্রায় গোটা চাঁদটাই ঢেকে যায়।

ঘুরতে ঘুরতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে একই সরলরেখায় চলে আসে, তখনই এরকম চন্দ্রগহণ ঘটে। কখনও পূর্ণগ্রাস, কখনও আংশিক।

আরও পড়ুন, যাত্রী পরিষেবা বাড়াতে, বদলে যাচ্ছে হাওড়া স্টেশন

Read More