Home> দেশ
Advertisement

চিন সেনা না কমালে ভারতও কমাবে না, লাদাখ-প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রী

চিনের বিশ্বাসভঙ্গের কথা উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

চিন সেনা না কমালে ভারতও কমাবে না, লাদাখ-প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদন: বিশ্বাসভঙ্গ করেছে চিন, এই মর্মে শনিবার লাদাখ-প্রশ্নে নিজের বক্তব্য প্রকাশ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ (Defence Minister Rajnath Singh) শনিবার
জানান, লাদাখ সীমান্তে ৯ মাস ধরে  উত্তেজনা। ভারত আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে। কিন্তু বিষয়টি বিন্দুমাত্র এগোয়নি। ফলে কবে এই সংঘাতের নিষ্পত্তি (eastern Ladakh standoff) নির্দিষ্ট করে তার কোনও সময়সীমা বলাও সম্ভব হচ্ছে না।

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) মোতায়েন করা সেনাসংখ্যা চিন না কমালে ভারত একপাক্ষিক ভাবে সেনা কমাবে না এমনও জানিয়েছেন রাজনাথ। তিনি আরও জানান, চিন ভারতের কোনও কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে আপত্তি তুলেছে ঠিকই, তা সত্ত্বেও ভারত সীমান্ত অঞ্চলে দ্রুত গতিতে পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে।

Also Read: 'পরাক্রম দিবসে আসতে পেরে ধন্য মনে করছি,' বাংলায় বার্তা PM Modi-র

Read More