Home> দেশ
Advertisement

মঙ্গলের খুব কাছে ইসরোর মঙ্গলযান, অপেক্ষা আর মাত্র ২৬ দিন

নব্বই শতাংশ পথ পেরিয়ে লাল গ্রহের কাছাকাছি পৌছে গিয়েছে ইসরোর মঙ্গলযান। আগামী ২৪ সেপ্টেম্বর মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক উচ্চতায় পৌছতে চলেছে ভারত। ওই দিনই লালগ্রহের কক্ষপথে প্রবেশ করবে মঙ্গলযান।

মঙ্গলের খুব কাছে ইসরোর মঙ্গলযান, অপেক্ষা আর মাত্র ২৬ দিন

ওয়েব ডেস্ক: নব্বই শতাংশ পথ পেরিয়ে লাল গ্রহের কাছাকাছি পৌছে গিয়েছে ইসরোর মঙ্গলযান। আগামী ২৪ সেপ্টেম্বর মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক উচ্চতায় পৌছতে চলেছে ভারত। ওই দিনই লালগ্রহের কক্ষপথে প্রবেশ করবে মঙ্গলযান।

আগে কোনও দেশই প্রথম বারের অভিযানে মঙ্গলে পৌছতে পারেনি। ২০১৩ সালের ৫ নভেম্বর। শ্রীহরিরকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি সি টোয়েন্টি ফাইভে চেপে মঙ্গলের পথে রওনা দিয়েছিল ভারতের মঙ্গলযান। তার পর ইসরোর বিজ্ঞানীদের প্রতিটা মুহূর্ত কেটেছে যুদ্ধের তত্‍পরতায়। কেটে গিয়েছে প্রায় ৩০০ দিন। এখন শুধু সময়ের অপেক্ষা। তার পরেই লালগ্রহের কক্ষপথে পৌছে যাবে মঙ্গল যান।

মঙ্গলযানের কিছুদিন পরেই মঙ্গলে পৌছচ্ছে নাসার মাভেন। নাসার বিজ্ঞানীরা মাভেন তৈরিতে সময় নিয়েছিলেন পাঁচ বছর। সেখানে পনেরো মাসে তৈরি হয়েছে ভারতের মঙ্গলযান। খরচও হয়েছে অনেক কম। আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান মহাকাশ গবেষণা সংস্থা এখন পর্যন্ত মঙ্গলে সফল অভিযান করতে পেরেছে। তবে প্রথমবারেই সফল হয়নি কেউই। লালগ্রহের মাটির প্রকৃতি খতিয়ে দেখবে মঙ্গলযান। মঙ্গলে জলের অস্তিত্ত্বেরও খোঁজ করবে। চলবে মিথেন গ্যাসের সন্ধানও।

মঙ্গলযানের সাফল্যের পর ফের লালগ্রহের পথে অভিযানের চিন্তাভাবনা রয়েছে ইসরোর।  তার আগে ২৪ সেপ্টেম্বর আর্যভট্ট -বরাহ মিহিরদের দেশের বিজ্ঞানীরা লিখতে চলেছেন মহাকাশ গবেষণার নতুন ইতিহাস।

 

Read More