Home> দেশ
Advertisement

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় তৈরি হোক কঠোর আইন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি IMA-এর

  অসমে চিকিৎসক নিগ্রহের ঘটনায় নড়চড়ে বসেছে IMA।

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় তৈরি হোক কঠোর আইন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি IMA-এর

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে চিকিৎসকদের উপর বাড়তে থাকা হামলার ঘটনায় চিন্তিত ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। এই পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য, কেন্দ্রের কাছে একটি কঠোর ও কার্যকরী আইন তৈরির আবেদন জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখল সংস্থা।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের IMA) তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে লেখা হয়েছে, “চিকিৎসকদের উপর বেড়ে চলা হামলার ঘটনা রুখতে দেশে একটি কঠোর ও কার্যকারী আইন তৈরি করা প্রয়োজন। এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। দেশে স্বাস্থ্যকর্মীদের উপর যেভাবে হামলার যে ঘটনাগুলো এখন প্রকাশ্যে আসছে, তা হিমশৈলের চূড়া মাত্র।”   

আরও পড়ুন: ''টাকা ছাপিয়ে খরচ করুন'', দেশের GDP বাড়াতে দাওয়াই Chidambaram-এর

আরও পড়ুন: কোভিডে দেশে চাকরিহারা ১ কোটি, আয় কমেছে লক্ষাধিক পরিবারের

প্রসঙ্গত, সম্প্রতি অসমের হোজাই জেলায় করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যুর কারণে যেভাবে চিকিৎসকদের মারধর করা হয়, তা চিন্তায় ফেলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে।    

Read More