Home> দেশ
Advertisement

ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের, সীমান্তে গুলিবৃষ্টি, মর্টার হামলা

চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের সেনাবাহিনীর। সকালে সীমান্তে ফের গুলি, মর্টার হামলা। আরএসপুরা সেক্টরে পাঁচটি বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে মর্টার ছোঁড়ে পাক সেনা। আহত হয়েছেন তিনজন নিরীহ গ্রামবাসী। নিয়ন্ত্রণ রেখায় পুঞ্চ সেক্টরেও চলে গুলিবৃষ্টি। জঙ্গি অনুপ্রবেশের সময়ে বিএসএফের চোখে ধুলো দিতেই বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করছে পাক সেনা। দাবি সেনা কর্তাদরে।  

ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের, সীমান্তে গুলিবৃষ্টি, মর্টার হামলা

ওয়েব ডেস্ক: চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের সেনাবাহিনীর। সকালে সীমান্তে ফের গুলি, মর্টার হামলা। আরএসপুরা সেক্টরে পাঁচটি বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে মর্টার ছোঁড়ে পাক সেনা। আহত হয়েছেন তিনজন নিরীহ গ্রামবাসী। নিয়ন্ত্রণ রেখায় পুঞ্চ সেক্টরেও চলে গুলিবৃষ্টি। জঙ্গি অনুপ্রবেশের সময়ে বিএসএফের চোখে ধুলো দিতেই বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করছে পাক সেনা। দাবি সেনা কর্তাদরে।  

সকালেও আরএস পুরায়  অনুপ্রবেশ করছিল কয়েকজন জঙ্গি। সেই সময়েই কভার ফায়ারিং দেয় পাক সেনা। ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালালে আবার সীমান্ত পার করে পাকিস্তানে পালিয়ে যায় জঙ্গিরা। এমনটাই জানানো হয়েছে সেনার তরফে। গতকালও আখনুরায় পাক সেনার গুলিতে মৃত্যু হয় এক মহিলার। এবিষয়ে ইতিমধ্যেই ইসলামাবাদের হস্তক্ষেপ দাবি করেছে ভারত।  পাক হাইকমিশনে নালিসও জানিয়েছে ভারতীয় হাইকমিশনার টিসিএ রাঘবন।

Read More