Home> দেশ
Advertisement

লাদাখে ভারত-চিন হাতাহাতি, স্বীকার করল বিদেশমন্ত্রক

লাদাখে ভারত-চিন হাতাহাতি, স্বীকার করল বিদেশমন্ত্রক

ওয়েব ডেস্ক: লাদাখের পাংগঙে চিনা ও ভারতীয় সেনার মধ্যে হাতহাতির কথা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার। তারা জানাল, ওইদিন এমন ঘটনা ঘটেছিল।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, ”১৫ অগাস্ট পাংগঙে দুই দেশের সেনাই বিবাদে জড়িয়ে পড়েছিল। স্থানীয় স্তরে এব্যাপারে দু’পক্ষের সেনাবাহিনীর কথা হয়েছে। এমনটা হওয়া উচিত নয়। দু’পক্ষের কাছেই এটা অনাকাঙ্ক্ষিত। আমাদের শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে হবে।”

সূত্রের খবর, ওইদিন দুপক্ষের মধ্যে এক ঘণ্টা ধরে তুমুল বিতণ্ডা চলেছিল। এমনকি একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছিল। চিনা সেনারা লোহার রড ও পাথর নিয়ে চড়াও হয়েছিল বলে খবর। তবে ভারতীয় সেনার প্রতিরোধের মুখে তারা পালায়। 

আরও পড়ুন,শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার কিনছে ভারতীয় সেনা

 

Read More