Home> দেশ
Advertisement

আসল ২০০০ টাকার নোট চিনে নেবেন কীভাবে?

এতদিন ধরে পার্সে সযত্নে রাখা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে গেছে। তার বদলে বাজারে এসেছে নতুন ২০০০ টাকার নোট। ম্যাজেন্টা রঙের দেখতে ২০০০ টাকার নোটকে ঘিরে ইতিমধ্যেই বেশ উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন এই নোটটি নকশায়, জ্যামিতিক ধরনে আগের যেকোনও নোটের থেকেই অনেকটা আলাদা। নোটের দুদিকেই থাকছে এবার কালার লাইন। আর কী কী থাকছে নতুন ২০০০ টাকার নোটে?

আসল ২০০০ টাকার নোট চিনে নেবেন কীভাবে?

ওয়েব ডেস্ক : এতদিন ধরে পার্সে সযত্নে রাখা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে গেছে। তার বদলে বাজারে এসেছে নতুন ২০০০ টাকার নোট। ম্যাজেন্টা রঙের দেখতে ২০০০ টাকার নোটকে ঘিরে ইতিমধ্যেই বেশ উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন এই নোটটি নকশায়, জ্যামিতিক ধরনে আগের যেকোনও নোটের থেকেই অনেকটা আলাদা। নোটের দুদিকেই থাকছে এবার কালার লাইন। আর কী কী থাকছে নতুন ২০০০ টাকার নোটে?

১) রেজিস্টারের মধ্যে দিয়ে দেখুন সংখ্যায় লেখা ২০০০।
২) ২০০০ লেখার সঙ্গেই একটি ল্যাটেন্ট ইমেজ।
৩) দেবনাগরীতে লেখা ২০০০।
৪) নোটের একদম মাঝখানে থাকবে মহাত্মা গান্ধীর ছবি।

 

৫) নোটের পিছনে বাঁদিক করে মাইক্রো অক্ষরে লেখা থাকবে RBI ও ২০০০।
৬) সিকিউরিটি থ্রেডে লেখা থাকবে হিন্দিতে ভারত, RBI ও ২০০০। খালি চোখে সবুজ রঙের এই থ্রেডটি নীলচে হয়ে যাবে, যখন নোটটি একটু বাঁকিয়ে ধরা হবে।
৭) নোটের ডানদিকে থাকবে গ্যারান্টি ক্লজ, প্রমিস ক্লজের সঙ্গে RBI গভর্নরের স্বাক্ষর ও RBI -এর প্রতীক ছাপ।
৮) রং পরিবর্তকারী কালি (সবুজ থেকে নীল)-এ নীচে একদম ডানদিকে রুপি সিম্বলের সঙ্গে লেখা থাকবে ২০০০ (₹2000)।

 

৯) মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে থাকবে অশোক স্তম্ভের ছাপ। সেইসঙ্গে ২০০০-এর জলছাপ।
১০) নোটের উপরের বাঁদিকে ও নীচে ডানদিকে থাকবে নাম্বার প্যানেল। ডিজিটগুলো ছোট থেকে বড় হয়ে যাবে। দৃষ্টি সমস্যা যাদের রয়েছে, তাদের জন্যই এই ব্যবস্থা।
১১) ডানদিকে থাকবে একটি আয়তঘন, যারমধ্যে উঁচু হরফে ছাপা থাকবে ২০০০।
১২) সাতটি কোণাকুণি ব্লিড লাইন বাঁদিকে ও ডানদিকে উঁচু ছাপায়।

 

১৩) কোন সালে নোটটি ছাপা হয়েছে সেটি থাকবে বাঁদিকে।
১৪) থাকবে স্লোগানের সঙ্গে স্বচ্ছ ভারত লোগো।
১৫) নোটের মাঝেরদিকে থাকবে ল্যাঙ্গুয়েজ প্যানেল।
১৬) উল্টোদিকে মঙ্গলযানের একটি ছবিও থাকবে।
১৭) ব্যাঙ্ক থেকে পাওয়া ২০০০ টাকার নোটটি দৈর্ঘ্য ও প্রস্থে হবে ১৬৬ মিলিমিটার X ৬৬ মিলিমিটার।

Read More