Home> দেশ
Advertisement

উত্তরপ্রদেশের সীতাপুরে ভেঙে পড়ল বায়ুসেনার চপার, মৃত ৭

উত্তরপ্রদেশের সীতাপুরে ভেঙে পড়ল বায়ুসেনার চপার, মৃত ৭

উত্তরপ্রদেশের সীতাপুর জেলার আতারিয়ার কাছে ভেঙে পড়ল বায়ুসেনার চপার। ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক খবর পাওয়া অনুযায়ী এইএএল ধ্রুব চপারটি বেরিলি থেকে এলাহাবাদের উদ্দেশে যাত্রা করেছিল।

উত্তরপ্রদেশের সিধাউলির সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এ কে শ্রীবাস্তব পিটিআইকে জানান, "ভেঙে পড়ার সময় গোটা চপারটিই অগ্নিদগ্ধ হয়ে যায়। ভিতরে থাকা ৭ জনেরই মৃত্যু হয়েছে।" এখনও আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌছেছেন উচ্চ সরকারী আধিকারিকরা। পাইলট ও সহকারী পাইলট সহ মোট ৭ জন ছিলেন চপারটিতে। এখনও পর্যন্ত কারও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

বেরিলি থেকে ১৬০ কিলোমিটার ও লক্ষ্ণৌ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সীতাপুর।

 

Read More