Home> দেশ
Advertisement

মন্দির খুলছেন না কেন, সেকুলার হয়ে গেলেন নাকি! নিশানা রাজ্যপালের, পাল্টা দিলেন উদ্ধবও

রাজ্যপালের ওই চিঠি প্রকাশ্য়ে আসতেই আসরে নেমে পড়ছে শিবসেনা। পাল্টা আক্রমণ করেছেন দলের নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী

মন্দির খুলছেন না কেন, সেকুলার হয়ে গেলেন নাকি! নিশানা রাজ্যপালের, পাল্টা দিলেন উদ্ধবও

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। এর মধ্যেই রাজ্যের মন্দির খোলা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিয়ে বিতর্ক জড়ালেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। চিঠি পেয়ে রাজ্যপালকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন-বিহার থেকে খালি হাতে ফিরল CID, হেফাজতে পাওয়া গেল না মণীশ খুনে অভিযুক্ত সুবোধকে

কী লিখেছিলেন রাজ্যপাল? কোশিয়ারী লেখেন, 'আপনি বরবারই হিন্দুত্বের প্রবল সমর্থক। শ্রীরামের প্রতি প্রকাশ্যে আপনি আপনার ভক্তি প্রকাশ করেছেন। আপনি কি কোনও দৈব আদেশ পেয়ে বারবার মন্দির খোলার বিষয়টি পিছিয়ে দিচ্ছেন? নাকি, হঠাত্ সেকুলার হয়ে গেলেন?'

মহারাষ্ট্রের রাজ্যপাল  আরও লিখেছেন,  'অদ্ভূত ব্যাপার, রাজ্য সরকার বার-রেস্টুরেন্ট খুলে দিয়েছে কিন্তু দেবদেবীদের তালাবন্ধই রেখে দিয়েছে। কোনও যুক্তিতে! দিল্লিতে অনেক আগেই ধর্মীয় স্থান খুলে গিয়েছে। সেখানে তো করোনা সংক্রমণ বাড়েনি!'

রাজ্যপালের ওই চিঠি পেয়ে বেজায় চটেছেন উদ্ধব ঠাকরে। পাল্টা তিনি লিখেছেন, ''আপনার কাছ থেকে হিন্দুত্বের কোনও সার্টিফিকেট চাই না।'

আরও পড়ুন-জি ২৪ ঘণ্টার খবরের জের, গ্রেফতার পানিহাটির ত্রাস তোলাবাজ বুদুয়া

রাজ্যপালের ওই চিঠি প্রকাশ্য়ে আসতেই আসরে নেমে পড়ছে শিবসেনা। পাল্টা আক্রমণ করেছেন দলের নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠি কি বিজেপি তৈরি করে দিয়েছে! রাজ্যপাল যা লিখেছেন তাঁর সঙ্গে কি একমত রাষ্ট্রপতি! মানণীয় রাষ্ট্রপতির কাছে অনুরোধ, উনি যেন রাজ্যপালকে মনে করিয়ে দেন যে তিনি সংবিধানের কাছে অঙ্গীকারবদ্ধ। বিজেপির মুখপাত্র যেন হয়ে না যান।' 

Read More