Home> দেশ
Advertisement

নানান আদর্শ ও ব্যাক্তিত্বের সংযুক্তির মঞ্চই হল কংগ্রেস: প্রণব মুখোপাধ্যায়

নানান আদর্শ ও ব্যাক্তিত্বের সংযুক্তির মঞ্চই হল কংগ্রেস: প্রণব মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: ভারতের দীর্ঘ সময়ের শাসকদল কংগ্রেসের প্রশংসা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গলায়। শুক্রবার নিজের লেখা বই 'দ্য কোয়ালিশন ইয়ার্স'-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর 'সিটিজেন প্রণব' নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, "আমি মনে করি কংগ্রেস হল একটি আদর্শ কোয়ালিশন। এখানেই একই ছাতার তলায় ভিন্ন আদর্শ, বিভিন্ন ব্যক্তিত্ব এবং নানান গোষ্ঠীর স্বার্থ একত্রিত হয়েছে।" 

 

প্রসঙ্গত ১৯৯৬-২০১২, সমকালীন রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক প্রেক্ষাপটের উপর প্রতিস্থাপিত 'দ্য কোয়ালিশন ইয়ার্স', কংগ্রেসের অন্দরের নানান অজানা তথ্যকেই তুলে ধরেছে। এই বইতেই প্রণব মুখোপাধ্যায় তাঁর কলমে জানিয়েছেন, ২০০৪ সালে কেন তিনি মনমোহন সরকারের মন্ত্রিসভায় যোগ দিতে চাননি। এই বইতে উঠে এসেছে, প্রণব মুখোপাধ্যায় কেন ভারতের প্রধানমন্ত্রী হতে পারেলনে না, এমন চর্চিত বিষয়ও। যদিও, এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং বই প্রকাশের দিনই জানিয়েছেন, ''প্রধানমন্ত্রী হিসেবে যোগ্যতম প্রার্থী ছিলেন প্রণব মুখোপাধ্যায়।'' সোনিয়া গান্ধী কংগ্রেসের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ডঃ মনমোহন সিংয়ের নাম প্রস্তাব করায়, তাতে প্রাথমিক সায় না থাকলেও পরে সভানেত্রীর নির্দেশ মেনে নেন দলের একদা চাণক্য প্রণব মুখোপাধ্যায়। 

আরও পড়ুন- ইউপিএ সরকারে প্রধানমন্ত্রী হিসেবে প্রণবই ছিলেন যোগ্যতম প্রার্থী : মনমোহন সিং

Read More