Home> দেশ
Advertisement

টানা বৃষ্টিতে অবরুদ্ধ গুরুগ্রাম, পুলিশ সেখানে যেতেই মানা করছে সবাইকে!

টানা বৃষ্টিতে অবরুদ্ধ গুরুগ্রাম। দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর শম্বুক গতিতে চলছে গাড়ি। অন্যদিন যে চার-পাঁচ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে মিনিট ১৫ বড়জোর, সেই রাস্তাই এখন পেরোতে সময় লাগছে প্রায় চার-পাঁচ ঘণ্টা। অবস্থা এতটাই খারাপ যে আজ সাধারণ মানুষকে দিল্লি থেকে গুরুগ্রাম যেতে বারণ করছে পুলিস। আজ-কাল গুরুগ্রামের সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

 টানা বৃষ্টিতে অবরুদ্ধ গুরুগ্রাম, পুলিশ সেখানে যেতেই মানা করছে সবাইকে!

ওয়েব ডেস্ক: টানা বৃষ্টিতে অবরুদ্ধ গুরুগ্রাম। দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর শম্বুক গতিতে চলছে গাড়ি। অন্যদিন যে চার-পাঁচ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে মিনিট ১৫ বড়জোর, সেই রাস্তাই এখন পেরোতে সময় লাগছে প্রায় চার-পাঁচ ঘণ্টা। অবস্থা এতটাই খারাপ যে আজ সাধারণ মানুষকে দিল্লি থেকে গুরুগ্রাম যেতে বারণ করছে পুলিস। আজ-কাল গুরুগ্রামের সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন রাজ্যের জন্য একগুচ্ছ দাবি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে দেখা মমতার

দিল্লি-জয়পুর হাইওয়ের যানজট রাজধানীর যান চলাচলেও প্রভাব ফেলেছে। হাইওয়ের পাশে একাধিক জায়গা জলমগ্ন। টানা বৃষ্টিতে জলের নীচে মুম্বইও। অধিকাংশ রাস্তা ডুবে যাওয়ায় বাণিজ্যনগরীতে খুব ধীর গতিতে যান চলাচল করছে।  

আরও পড়ুন  ১৫ অগাস্টই 'খুন' করা হবে নরেদ্র মোদীকে!

 

Read More