Home> দেশ
Advertisement

আজ কর্নাটক হাইকোর্টে জয়ললিতার ভাগ্য নির্ধারণ

কর্নাটক হাইকোর্টে আজ AIDMK নেত্রী জয়ললিতার ভাগ্য নির্ধারণ।  তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিসাব বহির্ভূত সম্পত্তি মামলার রায় দেবে হাইকোর্ট। গত কুড়ি বছর ধরে চলছে এই মামলা।

আজ কর্নাটক হাইকোর্টে জয়ললিতার ভাগ্য নির্ধারণ

ব্যুরো: কর্নাটক হাইকোর্টে আজ AIDMK নেত্রী জয়ললিতার ভাগ্য নির্ধারণ।  তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিসাব বহির্ভূত সম্পত্তি মামলার রায় দেবে হাইকোর্ট। গত কুড়ি বছর ধরে চলছে এই মামলা।

গত সেপ্টেম্বরে জয়ললিতাকে দোষী সাব্যস্ত করে বেঙ্গালুরুর বিশেষ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেন AIDMK সুপ্রিমো।   হাইকোর্ট , বিশেষ আদালতের রায়কে বজায় রাখলে দশ বছরের জন্য নির্বাচনে লড়তে পারবেন না জয়ললিতা। অন্যদিকে রায় যদি তাঁর পক্ষে যায় তাহলে তামিলনাড়ুর রাজনীতিতে দুরন্ত ক্যামব্যাক হবে নেত্রী। কি রায় দেয় আদালত, এখন সেদিকে তাকিয়ে গোটা দেশ।

Read More