Home> দেশ
Advertisement

ওড়িশার উপকূলে হাজির অলিভ রিডলেরা

কচ্ছপের মেলা! ওড়িশার গঞ্জাম জেলার রুশিকূল্য উপকূলে ডিম পাড়ার জন্য হাজারে হাজারে হাজির অলিভ রিডলে প্রজাতির কচ্ছপেরা।

ওড়িশার উপকূলে হাজির অলিভ রিডলেরা

ওয়েব ডেস্ক: কচ্ছপের মেলা! ওড়িশার গঞ্জাম জেলার রুশিকূল্য উপকূলে ডিম পাড়ার জন্য হাজারে হাজারে হাজির অলিভ রিডলে প্রজাতির কচ্ছপেরা।

প্রায় আড়াই কোটি অলিভ রিডলে কচ্ছপ এবার হাজির হয়েছে ডিম পাড়তে। বেরহামপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার এস মিশ্র জানিয়েছেন, পূর্ণিমার কারণে সমুদ্রে ভারী জোয়ার আসায়, ডিম পাড়ার সময়েই নষ্ট হয়ে গেছে ১৫ শতাংশ অলিভ রিডলের বাসা। অলিভ রিডলেদের সদ্যোজাত বাচ্চাদের বাঁচাতে সাড়ে তিন কিলোমিটার উপকূলবর্তী এলাকা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।

এস মিশ্র আরও জানিয়েছেন, এই সময় সদ্যোজাতরা সমুদ্রের দিকে না গিয়ে ডাঙার দিকে চলে আসে। ফলে তাদের প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকে। এই জন্যই জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে উপকূল তীরবর্তী এলাকা। এছাড়াও এরা আলোর প্রতি সংবেদশীল হয়ে থাকে। ইলেক্ট্রিক আলো এদের আকৃষ্ট করে বেশী। তাই বন দফতর থেকে এলাকাবাসীদের নির্দেশ দেওয়া হয়েছে, রাত নটার পর থেকে যেন সব আলো বন্ধ রাখা হয়। এমনকি ওই এলাকার জয়শ্রী কেমিক্যাল প্ল্যান্টের  আলোও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

Read More