Home> দেশ
Advertisement

অসহিষ্ণুতার এই দিনে দেশবন্ধুকে যে সত্যিই বড় মনে পড়ছে

আজ এই মুহূর্তে আমাদের দেশে সবথেকে বেশি যে শব্দটি লোকের মুখে শোনা যাচ্ছে, তা হল, অসহিষ্ণুতা। দেশের মানুষের ধর্মীয় ভাবাবেগ খানিকটা উগ্র যে হয়ে উঠেছে, তা পরিষ্কার। এমন সময়, আজ মানে ৫ নভেম্বর, এমন একটা মানুষের জন্মদিন, যাঁকে মানুষ চেনে ‘’দেশবন্ধু’’ হিসেবে।

অসহিষ্ণুতার এই দিনে দেশবন্ধুকে যে সত্যিই বড় মনে পড়ছে

ওয়েব ডেস্ক: আজ এই মুহূর্তে আমাদের দেশে সবথেকে বেশি যে শব্দটি লোকের মুখে শোনা যাচ্ছে, তা হল, অসহিষ্ণুতা। দেশের মানুষের ধর্মীয় ভাবাবেগ খানিকটা উগ্র যে হয়ে উঠেছে, তা পরিষ্কার। এমন সময়, আজ মানে ৫ নভেম্বর, এমন একটা মানুষের জন্মদিন, যাঁকে মানুষ চেনে ‘’দেশবন্ধু’’ হিসেবে।

হ্যাঁ, আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিন। তিনি জন্মেছিলেন ১৮৭০ সালের আজকের দিনে। কিন্তু, ২০১৫-তে এসেও তাঁকে যে খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছে। এমন মানুষকেই তো দরকার ছিল, দেশের এমন বিপদের দিনে।

তিনি নেই জগতের নিয়মেই। কিন্তু তাঁর আদর্শ কি আজ সত্যিই আমাদের মধ্যে আর বেঁচে নেই? থাকলে যে, সত্যিকারের সম্মান জানানো যেত দেশবন্ধুকে।

Read More