Home> দেশ
Advertisement

পর্যাপ্ত বৃষ্টিপাতের আশায় গুজরাটে মহাযজ্ঞের আয়োজন করছে বিজেপি সরকার

গুজরাটের ২০৪টি বাঁধ রাজ্যের প্রয়োজনীয় জলের মাত্র ২৯ শতাংশ ধরে রাখে। ফলে এই মুহূর্তে গুজরাটে তীব্র জলসংকট চলছে। এর ফলে সমস্যা দেখা দিয়েছে কল-কারখানার উত্পাদনে এবং পানীয় জলের জোগানে। 

পর্যাপ্ত বৃষ্টিপাতের আশায় গুজরাটে মহাযজ্ঞের আয়োজন করছে বিজেপি সরকার

নিজস্ব প্রতিবেদন : ভালো বর্ষার আশায় এবার রাজ্যজুড়ে যজ্ঞ করবে গুজরাটের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, রাজ্যের ৩৩টি জেলা ও ৮ শহরে হবে এই যজ্ঞের অনুষ্ঠান। আগামী ৩১মে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে।

কিছুদিন আগে রাজ্যের নদী, খাল-সহ কৃষিকাজে ব্যবহৃত প্রতিটি জলাভূমিকে সংস্কারের উদ্যোগ নেয় গুজরাট সরকার। 'সুজলাম-সুফলাম জল অভিযান' নামে এই কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এবার তাই ভালো বৃষ্টির আশায় এবং 'সুজলাম-সুফলাম জল অভিযান'-এর সাফল্য উদযাপন করতে এই যজ্ঞের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল।

আরও পড়ুন- মধ্যপ্রদেশের সাংসদ ও জেলাশাসককে খুনের হুমকি ফেসবুকে, মামলা দায়ের যুবকের বিরুদ্ধে

গুজরাটের ২০৪টি বাঁধ রাজ্যের প্রয়োজনীয় জলের মাত্র ২৯ শতাংশ ধরে রাখে। ফলে এই মুহূর্তে গুজরাটে তীব্র জলসংকট চলছে। এর ফলে সমস্যা দেখা দিয়েছে কল-কারখানার উত্পাদনে এবং পানীয় জলের জোগানে।    

রাজ্যের এই জলসংকট যাতে কোনও ভাবে ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপিকে সমস্যায় না ফেলে, তার জন্যই এবার এই যজ্ঞ করে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি, মত গুজরাটের বিরোধী দলগুলির।

Read More