Home> দেশ
Advertisement

মোদী জায়া যশোদাবেনকে প্রচারে নামাতে চেয়েছিল কংগ্রেস

স্বামী ফিরে আসবেন, এখনও আশা যশোদাবেনের। 

মোদী জায়া যশোদাবেনকে প্রচারে নামাতে চেয়েছিল কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: গুজরাটে ২২ বছর পর ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। আর সেজন্য চেষ্টার কসুর করেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এরমধ্যেই নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেনের এক আত্মীয় দাবি করেছেন, যশোদাবেনকে দলে টানতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু, স্বামীর বিরোধী দলের হয়ে ভোট ময়দানে নামতে চাননি যশোদাবেন। 

২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময়ই যশোদাবেনের নাম প্রকাশ্যে আসে। নির্বাচন কমিশনের হলফনামায় প্রথমবার স্ত্রীর নাম উল্লেখ করেন নরেন্দ্র মোদী। দীর্ঘ কয়েক দশক সম্পর্ক না থাকলেও তাঁর স্বামীর দলই যাতে গুজরাটে শেষ হাসি হাসে, সেটাই চান যশোদাবেন। তাঁর আশা, ১৩০টিরও বেশি আসন পাবে বিজেপি। 

আরও পড়ুন- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাহুলকে নোটিস নির্বাচন কমিশনের

যশোদাবেনের ভাই অশোক জানিয়েছেন, মহিলাদের সম্মান করেন নরেন্দ্র মোদী। আমার বোন প্রার্থনা করেন, একদিন ফিরে আসবেন তিনি। 

Read More