Home> দেশ
Advertisement

১১ লক্ষ প্যান কার্ড বাতিল করেছে সরকার, আপনারটা চালু আছে তো? দেখে নিন

১১ লক্ষ প্যান কার্ড বাতিল করেছে সরকার, আপনারটা চালু আছে তো? দেখে নিন

ওয়েব ডেস্ক: জালিয়াতি রুখতে এবং কর ফাঁকি রুখতে প্যান কার্ড ব্যবহারের নির্দেশ সরকারের। সেই সরকারের পক্ষ থেকেই এবার ২৭ জুলাই তারিখে ১১.৪ লক্ষ প্যান কার্ড বাতিল করা হয়েছে। আপনার প্যান কার্ডটিও বাতিলের খাতায় চলে যায়নি তো? নিজেই দেখে নিন-

কীভাবে আপনার প্যান কার্ডের বৈধতা জানবেন জেনে নিন-

১) ইনকাম ট্যাক্স রিটার্নের অফিসিয়াল ওয়েবসাইট https://incometaxindiaefiling.gov.in লিঙ্কটিতে ক্লিক করুন।

২) এবার know your pan অপশনটি বেছে নিন।

৩) এবার সেখানে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটি দিন। আপনার প্রথম নাম, পদবী, প্যান স্ট্যাটাস, লিঙ্গ, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং যা যা তথ্য চাওয়া হবে, সব দিন। তার পর submit অপশনে ক্লিক করুন।

৪) এবার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।

৫) আপনার প্যান কার্ডটি অ্যাক্টিভ থাকলে, সেখানে অ্যাক্টিভ লেখা থাকবে।

জিএসটি বন্ধনে রাখী বন্ধন

Read More