Home> দেশ
Advertisement

নোট নিয়ে সমস্যার মাঝে ভালো খবর!

নোট নিয়ে সমস্যার মাঝে ভালো খবর। ATM ব্যবহারে উঠল ঊর্ধ্বসীমা। টাকা তোলায় নেওয়া যাবে না সারচার্জ। নোট বাতিলের পরিস্থিতি মোকাবিলায় এমনটাই ব্যাঙ্কগুলিকে এমনটাই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের স্পষ্ট নির্দেশ, এখন থেকে যেকোনও ব্যাঙ্কেই যতবার ইচ্ছে ATM কার্ড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তারজন্য কোনও সারচার্জ দিতে হবে না।  

নোট নিয়ে সমস্যার মাঝে ভালো খবর!

ওয়েব ডেস্ক: নোট নিয়ে সমস্যার মাঝে ভালো খবর। ATM ব্যবহারে উঠল ঊর্ধ্বসীমা। টাকা তোলায় নেওয়া যাবে না সারচার্জ। নোট বাতিলের পরিস্থিতি মোকাবিলায় এমনটাই ব্যাঙ্কগুলিকে এমনটাই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের স্পষ্ট নির্দেশ, এখন থেকে যেকোনও ব্যাঙ্কেই যতবার ইচ্ছে ATM কার্ড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তারজন্য কোনও সারচার্জ দিতে হবে না।  

আরও পড়ুন পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল নিয়ে সেহবাগের দুর্দান্ত টুইট!

আগে ৩ থেকে ৫বার ATM কার্ড ব্যবহার করলেই সারচার্জ কাটত ব্যাঙ্ক। ৩০ ডিসেম্বর পর্যন্ত সেই নিয়ম তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। অন্য ব্যাঙ্কের কার্ড ব্যবহারেও থাকছে না কোনও উর্দ্ধসীমা।

আরও পড়ুন কোন টাকা তৈরি করতে কত টাকা খরচ হয় জানুন

Read More