Home> দেশ
Advertisement

প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর

তাঁর দফতরের তরফে জানানো হয়, তিনি অত্যন্ত সঙ্কটজনক। চিকিত্সকরা তাঁদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শেষ রক্ষা হল না।

প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর

নিজস্ব প্রতিবেদন:  সব চেষ্টা ব্যর্থ। চলে গেলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। দীর্ঘদিন ধরেই অগ্নাশয়ের ক্যানসারে ভুগছিলেন। রবিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাত আটটা নাগাদ পর্রীকরের মৃত্যুসংবাদ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তেষট্টিতেই চলে গেলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

গত বছর ফেব্রুয়ারি থেকে অগ্ন্যাশয়ের সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। বিদেশে চিকিত্সা চালানোর পর দিল্লির এইমস এক মাস ভর্তি ছিলেন। তার পর ছুটি করে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই পর্রীকরের চিকিত্সা চলছিল। গত কয়েকদিন যাবত্‍ শরীর আরও ভেঙে পড়ে। এদিন বিকেল থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিত্‍সকরা।  তাঁর দফতরের তরফে জানানো হয়, তিনি অত্যন্ত সঙ্কটজনক। চিকিত্সকরা তাঁদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শেষ রক্ষা হল না।

১৯৫৫ সালের ১৩ ডিসেম্বর গোয়ায় জন্ম হয়েছিল মনোহর পর্রীকরের। ২০০০ সালে প্রথম গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন পর্রীকর। ফের ২০১২ - ২০১৪ সাল পর্যন্ত গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালে মোদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পান তিনি। 

মনোহর পর্রীকরের সক্ষমতার ওপর অগাধ আস্থা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০১৪ সালে তাই তাঁকে গোয়া থেকে দিল্লি এনে প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেন। কিন্তু ফের তাকে গোয়ার রাজনীতিতে ফিরতে হয়। এর কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়েন তিনি। 

আরও পড়ুন -  সাদামাঠা জীবন যাপনে গোটা দেশে নজির ছিলেন পর্রীকর, স্কুটারে করে যেতেন বিধানসভা

পর্রীকরের অসুস্থতার খবর ছড়ানোর পর থেকেই গোয়ার রাজনীতিতে টালমাটাল চলছে। গোয়ায় সরকার গঠনের দাবি পেশ করেছে কংগ্রেস। পর্রীকরের অসুস্থতা নিয়ে নানা অভিযোগও তোলা হয় কংগ্রেসের তরফে। তবে মাঝে বেশ সুস্থ হয়ে উঠেছিলেন পর্রীকর। তাঁকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে দেখাও যাচ্ছিল। তবে শরীর যে ভেঙে পড়েছে তা দৃশ্যত ছিল স্পষ্ট। 

পর্রীকরের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন বিরোধী দলের নেতানেত্রীরাও। টুইটে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, মায়ের অসুস্থতার সময় হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তখন পরিচয় হয়েছিল। পর্রীকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

Read More